ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর সীমান্তে বিএসএফর হাতে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক রাসেল হোসেনকে (১৮) অবশেষে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

জানা গেছে, কুষ্টিয়ার বটতলার জামাল উদ্দীনের ছেলে রাসেল হোসেন মুজিবনগর কমপ্লেক্সের পাশে স্বাধীনতা সড়ক দিয়ে হেঁটে ভারতীয় সীমানায় প্রবেশ করে। এসময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে রিদয়পুর ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে মুজিবনগর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পতাকা বৈঠক শেষে রাসেল হোসেনকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

বিজিবি জানায়, ভারতীয় সীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাসেলের নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বের ছিলেন মুজিবনগর কোম্পানি সদরের সুবেদার সহিদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর সন্তোষ কুমার ঠাকুর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর সীমান্তে বিএসএফর হাতে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর

আপলোড টাইম : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক রাসেল হোসেনকে (১৮) অবশেষে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

জানা গেছে, কুষ্টিয়ার বটতলার জামাল উদ্দীনের ছেলে রাসেল হোসেন মুজিবনগর কমপ্লেক্সের পাশে স্বাধীনতা সড়ক দিয়ে হেঁটে ভারতীয় সীমানায় প্রবেশ করে। এসময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে রিদয়পুর ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে মুজিবনগর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পতাকা বৈঠক শেষে রাসেল হোসেনকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

বিজিবি জানায়, ভারতীয় সীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাসেলের নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বের ছিলেন মুজিবনগর কোম্পানি সদরের সুবেদার সহিদুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর সন্তোষ কুমার ঠাকুর।