ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ১০ জন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষে একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলালসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পিতার জমিতে নতুন ঘর তৈরির চেষ্টা করছে রাশেদ হোসেন। আর তাতে বাধা দেয় বড় ভাই রাসেল হোসেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সে সময় তাদের মধ্যে অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিেেযাগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ১০ জন আহত

আপলোড টাইম : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষে একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলালসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পিতার জমিতে নতুন ঘর তৈরির চেষ্টা করছে রাশেদ হোসেন। আর তাতে বাধা দেয় বড় ভাই রাসেল হোসেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সে সময় তাদের মধ্যে অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিেেযাগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।