ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির অফিসে হামলা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় গাংনী সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শুরু করে গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ করেন। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রতিবাদ করতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় গাংনী থানা পুলিশের একাধিকদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

এদিকে বিএনপির বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে উপজেলা ছাত্রলীগ গাংনী বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল আহম্মেদ জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি অফিসে হামলা করেন। এদিকে পাল্টা অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতাকর্মী রামদা নিয়ে ধাওয়া করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, এঘটনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে আজ রোবববার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপি-ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া!

আপলোড টাইম : ০৩:১৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির অফিসে হামলা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় গাংনী সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শুরু করে গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ করেন। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রতিবাদ করতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় গাংনী থানা পুলিশের একাধিকদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

এদিকে বিএনপির বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে উপজেলা ছাত্রলীগ গাংনী বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল আহম্মেদ জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি অফিসে হামলা করেন। এদিকে পাল্টা অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতাকর্মী রামদা নিয়ে ধাওয়া করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, এঘটনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে আজ রোবববার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।