ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকতা পেশায় থেকেও সাংবাদিকতা, তৈরি হচ্ছে তালিকা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক/ঝিনাইদহ অফিস: চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাঁদের তালিকা তৈরি হচ্ছে। সংক্রান্ত একটি আদেশ প্রতিটি জেলায় জেলায় পৌঁছে গেছে। জেলা প্রশাসকরা প্রতিটি উপজেলায় চিঠি পাঠিয়ে শিক্ষক কাম সাংবাদিকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ বিষয়ে আমরা ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে তালিকা চেয়েছি।

তথ্য নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৪ মে ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রকাশিতসাপ্তাহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১ সালে প্রণীত ১১.১৭ অনুচ্ছেদে এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবে না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল করে বিধিমোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

চিঠিতে বলা হয়শিক্ষকরা সাংবাদিকতা করতে গিয়ে তাদের মূল পেশা শিক্ষকতায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অনেক সময় তাঁরা কলেজ বা স্কুল ফাঁকি দিয়ে জেলা, উপজেলা বিভাগীয় শহরের অফিস আদালতে কর্মকর্তাদের হুমকিধামকি দিচ্ছেন। ফলে প্রশাসন প্রকৃত সাংবাদিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা করতে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে, ‘সাপ্তহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তারের চিঠির আলোকে ২০২২ সালের জুন খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সহকারী বিভাগীয় কমিশনার মো. ফিরোজ হোসেন ঝিনাইদহচুয়াডাঙ্গা মেহেরপুরসহ দক্ষিণাঞ্চলের ১০টি জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি দেন। চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক যারা একাধিক পেশায় নিয়োজিত আছেন, দ্রুত তাঁদের তালিকা করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসন দপ্তরের সহকারী কমিশনার (শিক্ষা) লায়লা ইয়াসমিন গত জুন ১৪৭() স্মারকে ঝিনাইদহের উপজেলা নির্বাহী অফিসারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক দপ্তরে পাঠানোর নির্দেশনা জারি করেন। তবে দুই মাস অতিবাহিত হলেও সাংবাদিক পেশায় থাকা শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি মোতাবেক বেসরকারি স্কুলকলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারি দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন। ওই কর্মকর্তা জানান, শিক্ষিত যুবকের পাশাপাশি অনেক মেধাহীন ভবঘুরে যুবকরা এই পেশায় এসে অপকর্ম করে বেড়াচ্ছে। সারাদেশের চিত্র খুবই নাজুক।

ব্যাপারেসাপ্তাহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার ক্ষোভ প্রকাশ করে জানান, দুই মাস অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী অফিসাররা এখনো তালিকা জমা দেয়নি। এটা দুঃখজনক। তিনি বলেন, বিষয়টি তিনি মন্ত্রণালয় বিভাগীয় কমিশনারকে অবহিত করবেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জানান, ‘আমরা ধরণের একটি চিঠি পেয়ে তালিকা তৈরির করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের চিঠি দিয়েছি। এছাড়া ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাদের কাছেও শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাদের তালিকা চাওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিক্ষকতা পেশায় থেকেও সাংবাদিকতা, তৈরি হচ্ছে তালিকা!

আপলোড টাইম : ০৮:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদক/ঝিনাইদহ অফিস: চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাঁদের তালিকা তৈরি হচ্ছে। সংক্রান্ত একটি আদেশ প্রতিটি জেলায় জেলায় পৌঁছে গেছে। জেলা প্রশাসকরা প্রতিটি উপজেলায় চিঠি পাঠিয়ে শিক্ষক কাম সাংবাদিকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ বিষয়ে আমরা ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে তালিকা চেয়েছি।

তথ্য নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৪ মে ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রকাশিতসাপ্তাহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১ সালে প্রণীত ১১.১৭ অনুচ্ছেদে এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবে না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল করে বিধিমোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

চিঠিতে বলা হয়শিক্ষকরা সাংবাদিকতা করতে গিয়ে তাদের মূল পেশা শিক্ষকতায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অনেক সময় তাঁরা কলেজ বা স্কুল ফাঁকি দিয়ে জেলা, উপজেলা বিভাগীয় শহরের অফিস আদালতে কর্মকর্তাদের হুমকিধামকি দিচ্ছেন। ফলে প্রশাসন প্রকৃত সাংবাদিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা করতে শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে, ‘সাপ্তহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তারের চিঠির আলোকে ২০২২ সালের জুন খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সহকারী বিভাগীয় কমিশনার মো. ফিরোজ হোসেন ঝিনাইদহচুয়াডাঙ্গা মেহেরপুরসহ দক্ষিণাঞ্চলের ১০টি জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি দেন। চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক যারা একাধিক পেশায় নিয়োজিত আছেন, দ্রুত তাঁদের তালিকা করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসন দপ্তরের সহকারী কমিশনার (শিক্ষা) লায়লা ইয়াসমিন গত জুন ১৪৭() স্মারকে ঝিনাইদহের উপজেলা নির্বাহী অফিসারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক দপ্তরে পাঠানোর নির্দেশনা জারি করেন। তবে দুই মাস অতিবাহিত হলেও সাংবাদিক পেশায় থাকা শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি মোতাবেক বেসরকারি স্কুলকলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারি দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন। ওই কর্মকর্তা জানান, শিক্ষিত যুবকের পাশাপাশি অনেক মেধাহীন ভবঘুরে যুবকরা এই পেশায় এসে অপকর্ম করে বেড়াচ্ছে। সারাদেশের চিত্র খুবই নাজুক।

ব্যাপারেসাপ্তাহিক ডাকুয়াপত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার ক্ষোভ প্রকাশ করে জানান, দুই মাস অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী অফিসাররা এখনো তালিকা জমা দেয়নি। এটা দুঃখজনক। তিনি বলেন, বিষয়টি তিনি মন্ত্রণালয় বিভাগীয় কমিশনারকে অবহিত করবেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জানান, ‘আমরা ধরণের একটি চিঠি পেয়ে তালিকা তৈরির করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের চিঠি দিয়েছি। এছাড়া ঝিনাইদহের সাংবাদিক সংগঠনগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাদের কাছেও শিক্ষকতা পেশায় থেকে যারা সাংবাদিকতা করছেন, তাদের তালিকা চাওয়া হয়েছে।