ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে জিম (১৪) সাব্বির (১০) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে।

মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, গতকাল শুক্রবার দুপুরে জিম সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা ছোট একটি ডিঙ্গি নৌকায় চড়তে যায়। নৌকাটি উল্টে তাদের গায়ের ওপর পড়ে। তিনি আরও জানান, সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে আত্মীয়স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বেলা তিনটার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা নদের পাড়ে শিশুদের সেন্ডেল দেখে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে জিম সাব্বিরের মৃতদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে চাপাপড়া অবস্থায় উদ্ধার করে।

এদিকে মহেশপুর হাসপাতাল পাড়ার দুই শিশুর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জিম সাব্বিরের স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সহপাঠীরাও ডুকরে ডুকরে কাঁদছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে শিশু দুইটির সলিল সমাধি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

আপলোড টাইম : ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

ঝিনাইদহ অফিস: পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে জিম (১৪) সাব্বির (১০) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে।

মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, গতকাল শুক্রবার দুপুরে জিম সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা ছোট একটি ডিঙ্গি নৌকায় চড়তে যায়। নৌকাটি উল্টে তাদের গায়ের ওপর পড়ে। তিনি আরও জানান, সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে আত্মীয়স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বেলা তিনটার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা নদের পাড়ে শিশুদের সেন্ডেল দেখে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে জিম সাব্বিরের মৃতদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে চাপাপড়া অবস্থায় উদ্ধার করে।

এদিকে মহেশপুর হাসপাতাল পাড়ার দুই শিশুর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জিম সাব্বিরের স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সহপাঠীরাও ডুকরে ডুকরে কাঁদছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে শিশু দুইটির সলিল সমাধি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।