ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:  ভোলায় বিএনপির সমাবেশ চলাকালে গুলিতে নিহত হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে এ কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচিতে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে শহীদ করেছে। বর্তমান বাংলাদেশের পুলিশকে এই অবৈধ সরকার দলীয় আদলে ব্যবহার করছে।’

চুয়াডাঙ্গা:

ভোলায় বিএনপির সমাবেশ চলাকালে গুলিতে নিহত হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচি ঘোষণা করে। জানাযার আগে উপস্থিত নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

জানাজার শুরুতে শহীদ আব্দুর রহিমের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা বিএনপির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মণি এবং জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির সদস্য নুরনবী সামদানী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক পান্না জোয়ার্দ্দার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পী, পৌর যুবদলের সদস্যসচিব মো. আজিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাবুবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। জানাযা পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. আনোয়ার হোসেন।

ঝিনাইদহ:

ভোলায় গুলিতে নিহত স্বেচ্ছসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাযা ঝিনাইদহে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ  প্রেসক্লাবের সামনে এ জানাজার আয়োজন করে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে অনুষ্ঠিত জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। জানাজা শেষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন:  ভোলায় বিএনপির সমাবেশ চলাকালে গুলিতে নিহত হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে এ কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচিতে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে শহীদ করেছে। বর্তমান বাংলাদেশের পুলিশকে এই অবৈধ সরকার দলীয় আদলে ব্যবহার করছে।’

চুয়াডাঙ্গা:

ভোলায় বিএনপির সমাবেশ চলাকালে গুলিতে নিহত হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচি ঘোষণা করে। জানাযার আগে উপস্থিত নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

জানাজার শুরুতে শহীদ আব্দুর রহিমের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা বিএনপির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মণি এবং জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির সদস্য নুরনবী সামদানী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক পান্না জোয়ার্দ্দার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পী, পৌর যুবদলের সদস্যসচিব মো. আজিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাবুবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। জানাযা পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. আনোয়ার হোসেন।

ঝিনাইদহ:

ভোলায় গুলিতে নিহত স্বেচ্ছসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাযা ঝিনাইদহে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ  প্রেসক্লাবের সামনে এ জানাজার আয়োজন করে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে অনুষ্ঠিত জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। জানাজা শেষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।