ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জানা যায়, জমি সংক্রান্ত ঘটনার জেরে ভোলাডাঙ্গা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও আক্তার হোসেনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ইসমাইলের ছেলে সুজন, তারিক ও ইসমাইলের জামাতা রুকু লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করে আক্তার হোসেন (৪০), আক্তারের স্ত্রী রুপালী খাতুন (৩৫), স্কুল পড়ুয়া ছেলে মারুফ হােসেন (১৬), রবিউল হকের স্ত্রী মুর্শিদা খাতুন (৪৮), ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোমিন হোসেনকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আত্মরক্ষার্থে আক্তার হোসেন ও তার ছেলে ইসমাইল হোসেন ও তার ছেলেদের উপর চড়াও হয়। এতে সুজন ও তারিক  সামান্য আহত হয়। 

পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আদিলা আযহার আরশি আহতদের মধ্যে আক্তার হোসেন, তার স্ত্রী রুপালী খাতুন, মারুফ হোসাইন, মুর্শিদা খাতুন ও তার ছেলে আল মোমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

 এবিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

আপলোড টাইম : ০৭:৪১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জানা যায়, জমি সংক্রান্ত ঘটনার জেরে ভোলাডাঙ্গা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও আক্তার হোসেনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ইসমাইলের ছেলে সুজন, তারিক ও ইসমাইলের জামাতা রুকু লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করে আক্তার হোসেন (৪০), আক্তারের স্ত্রী রুপালী খাতুন (৩৫), স্কুল পড়ুয়া ছেলে মারুফ হােসেন (১৬), রবিউল হকের স্ত্রী মুর্শিদা খাতুন (৪৮), ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোমিন হোসেনকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আত্মরক্ষার্থে আক্তার হোসেন ও তার ছেলে ইসমাইল হোসেন ও তার ছেলেদের উপর চড়াও হয়। এতে সুজন ও তারিক  সামান্য আহত হয়। 

পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আদিলা আযহার আরশি আহতদের মধ্যে আক্তার হোসেন, তার স্ত্রী রুপালী খাতুন, মারুফ হোসাইন, মুর্শিদা খাতুন ও তার ছেলে আল মোমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

 এবিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।’