ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন; কুশপুত্তলিকা দাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী ইউনিয়নবাসী। এতে ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশত নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ১৩০জন, ৪ নম্বর ওয়ার্ডে ২৪০জন, ৬ নম্বর ওয়ার্ডে ১১৬জন, ৭নম্বর ওয়ার্ডে ৯৫জন, ৯ নম্বর ওয়ার্ডে ২১০জন ও মহিলা সংরক্ষিত ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডের মোট ৯০জন অসহায়ের (মাস্টার রুল) তালিকায় নাম থাকলেও চাল পাইনি বলে অভিযোগ উঠেছে। যাদের জন্য কার্ড বরাদ্দ আছে তারা এই উপহার সামগ্রী না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হতদরিদ্রদের ভিজিএফ’র চালের তালিকায় নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেছেন। এমনকি সবাইকে চাল না দিয়ে তা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়। এসময় সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের অপসারনের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

অভিযোগের বিষয়ে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, এটা একটা দু:খজনক ঘটনা। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর যদি কোনো দূর্নীতি করে থাকি সেটা তদন্ত করে আমার বিরুদ্ধে কতৃপক্ষ ব্যবস্থা নিক। কিন্তু যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন; কুশপুত্তলিকা দাহ

আপলোড টাইম : ০৮:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

ঝিনাইদহ অফিস: মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী ইউনিয়নবাসী। এতে ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশত নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ১৩০জন, ৪ নম্বর ওয়ার্ডে ২৪০জন, ৬ নম্বর ওয়ার্ডে ১১৬জন, ৭নম্বর ওয়ার্ডে ৯৫জন, ৯ নম্বর ওয়ার্ডে ২১০জন ও মহিলা সংরক্ষিত ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডের মোট ৯০জন অসহায়ের (মাস্টার রুল) তালিকায় নাম থাকলেও চাল পাইনি বলে অভিযোগ উঠেছে। যাদের জন্য কার্ড বরাদ্দ আছে তারা এই উপহার সামগ্রী না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হতদরিদ্রদের ভিজিএফ’র চালের তালিকায় নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেছেন। এমনকি সবাইকে চাল না দিয়ে তা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়। এসময় সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের অপসারনের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

অভিযোগের বিষয়ে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, এটা একটা দু:খজনক ঘটনা। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর যদি কোনো দূর্নীতি করে থাকি সেটা তদন্ত করে আমার বিরুদ্ধে কতৃপক্ষ ব্যবস্থা নিক। কিন্তু যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক।