ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বিদেশ যেতে না পেরে যুবকের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রামনগরে আব্দুর রহিম নামে এক যুবক বিদেশে যেতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে। গত বুধবার ভোরে তার ঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। আব্দুর রহিম মেহেরপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সৌদি প্রবাসী খায়রুল ইসলামের ছেলে।

নিহতর নানা বলেন, রহিম বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার জন্য বিদেশে যেতে পারেননি। তবে তিনি জানান, পরিবারিক কোনো অশান্তি নেই। গতরাতে তার এক বন্ধুকে নিয়ে রাতের খাবার খেয়েছে। রাত ১২টা পর্যন্ত সেই বন্ধুর সাথে গল্পও করেছে তারপর সেই বন্ধু চলে গেলে বাড়ির সবাই শুয়ে পড়ে। ভোরে রহিমের মা তার ঘরে ঢুকে রহিমকে ডাকতে যেয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারায়। আমরা তার মার চিৎকারে ঘরে যেয়ে রহিমের লশ উদ্ধার করি। পরে মেহেরপুর সদর থানাকে খবর দিলে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল আসে।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বিদেশ যেতে না পেরে যুবকের আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রামনগরে আব্দুর রহিম নামে এক যুবক বিদেশে যেতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে। গত বুধবার ভোরে তার ঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। আব্দুর রহিম মেহেরপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সৌদি প্রবাসী খায়রুল ইসলামের ছেলে।

নিহতর নানা বলেন, রহিম বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার জন্য বিদেশে যেতে পারেননি। তবে তিনি জানান, পরিবারিক কোনো অশান্তি নেই। গতরাতে তার এক বন্ধুকে নিয়ে রাতের খাবার খেয়েছে। রাত ১২টা পর্যন্ত সেই বন্ধুর সাথে গল্পও করেছে তারপর সেই বন্ধু চলে গেলে বাড়ির সবাই শুয়ে পড়ে। ভোরে রহিমের মা তার ঘরে ঢুকে রহিমকে ডাকতে যেয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারায়। আমরা তার মার চিৎকারে ঘরে যেয়ে রহিমের লশ উদ্ধার করি। পরে মেহেরপুর সদর থানাকে খবর দিলে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল আসে।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।