ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহন অফিস: ঝিনাইদহে শ্রমিকদের বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ অভিযোগ করে বলেছেন, সরকার বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জবাসীকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় টাকায় উৎসব পালনের জন্য আতশবাজি কিনছে। তিনি বলেন, এই নিষ্ঠুরতা কাম্য নয়। ভারত এক তরফাভাবে তিস্তা নদী ও ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। অথচ সরকার গদি হারানোর ভয়ে নিশ্চুপ। এই সরকার জনগণের নয়, প্রতিবেশী দেশের দালাল সরকার।

এম এ মজিদ গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে আয়োজিত সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মতিয়ার রহমান ফরাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় অন্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিয়ে সরকার ভুল করছে। তাঁকে মুক্তি না দিলে বিএনপি কঠোর হবে বলেও বক্তারা উল্লেখ করেন। হাসিনা সরকারকে অবৈধ উল্লেখ করে তাদের ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

ঝিনাইদহন অফিস: ঝিনাইদহে শ্রমিকদের বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ অভিযোগ করে বলেছেন, সরকার বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জবাসীকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় টাকায় উৎসব পালনের জন্য আতশবাজি কিনছে। তিনি বলেন, এই নিষ্ঠুরতা কাম্য নয়। ভারত এক তরফাভাবে তিস্তা নদী ও ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। অথচ সরকার গদি হারানোর ভয়ে নিশ্চুপ। এই সরকার জনগণের নয়, প্রতিবেশী দেশের দালাল সরকার।

এম এ মজিদ গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে আয়োজিত সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মতিয়ার রহমান ফরাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় অন্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিয়ে সরকার ভুল করছে। তাঁকে মুক্তি না দিলে বিএনপি কঠোর হবে বলেও বক্তারা উল্লেখ করেন। হাসিনা সরকারকে অবৈধ উল্লেখ করে তাদের ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।