ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে মাদক মামলায় মতিয়ার রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তিনি পলাতক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজি শহীদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে আসামি মতিউর রহমান দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় আটকের দিন থেকে তার সাজার মেয়াদ গণনা শুরু হবে বলে জানিয়েছেন আদালত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

আপলোড টাইম : ০৯:০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে মাদক মামলায় মতিয়ার রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তিনি পলাতক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজি শহীদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে আসামি মতিউর রহমান দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় আটকের দিন থেকে তার সাজার মেয়াদ গণনা শুরু হবে বলে জানিয়েছেন আদালত।