ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ফসলের সাথে শত্রুতা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর গাংনী উপজেলায় জুগিন্দা গ্রামের মাঠে বিভিন্ন ফসল তছরুপ করার অভিযোগ উঠেছে উপজেলার আজান গ্রামের আদম আলীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে জুগিন্দা গ্রামের মাঠে এ ফসল তছরুপের ঘটনা ঘটে। ফসল তছরুপের সময় গ্রামের মহিলারা নিষেধ করলে তাদেরকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।
জুগিন্দা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, আমার প্রতিবেশীর সাথে স্থানীয় আজান গ্রামের আদম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু আদম আলীর নেতৃত্বে কিছু সন্ত্রাসী জুগিন্দা মাঠে এসে তাণ্ডব চালিয়েছে। আমার জমির ঝালক্ষেত, একই এলাকার কমেদ আলীর ছেলে চাঁদ আলীর আমগাছ, মজিবারের ছেলে সেরেকুলের পাটক্ষেত তছরুপ করেছে। তাছাড়াও বিরোধপূর্ণ দিন মোহাম্মদের ছেলে জমিরুল ইসলামের জমিতেও বিভিন্ন প্রজাতির বিদেশী ঘাস কোদাল দিয়ে উপরে দিয়েছে।

জুগিন্দা গ্রামের প্রত্যাক্ষদশী খুঁদি মন্ডলের ছেলে জানান, আজান গ্রামের সুন্নত আলীর ছেলে আদম আলীর নেতৃত্বে ইসলাম, ও লিটনসহ আরও কয়েকজনের একটি সংঘবদ্ধ দল জুগিন্দা গ্রামের মাঠে এসে তান্ডব চালায়। মহিলারা নিষেধ করলে তাদেরকেও মারধর করে। এব্যাপারে গাংনী থানায় অভিযোগ করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকজন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে ফসলের সাথে শত্রুতা

আপলোড টাইম : ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর গাংনী উপজেলায় জুগিন্দা গ্রামের মাঠে বিভিন্ন ফসল তছরুপ করার অভিযোগ উঠেছে উপজেলার আজান গ্রামের আদম আলীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে জুগিন্দা গ্রামের মাঠে এ ফসল তছরুপের ঘটনা ঘটে। ফসল তছরুপের সময় গ্রামের মহিলারা নিষেধ করলে তাদেরকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।
জুগিন্দা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, আমার প্রতিবেশীর সাথে স্থানীয় আজান গ্রামের আদম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু আদম আলীর নেতৃত্বে কিছু সন্ত্রাসী জুগিন্দা মাঠে এসে তাণ্ডব চালিয়েছে। আমার জমির ঝালক্ষেত, একই এলাকার কমেদ আলীর ছেলে চাঁদ আলীর আমগাছ, মজিবারের ছেলে সেরেকুলের পাটক্ষেত তছরুপ করেছে। তাছাড়াও বিরোধপূর্ণ দিন মোহাম্মদের ছেলে জমিরুল ইসলামের জমিতেও বিভিন্ন প্রজাতির বিদেশী ঘাস কোদাল দিয়ে উপরে দিয়েছে।

জুগিন্দা গ্রামের প্রত্যাক্ষদশী খুঁদি মন্ডলের ছেলে জানান, আজান গ্রামের সুন্নত আলীর ছেলে আদম আলীর নেতৃত্বে ইসলাম, ও লিটনসহ আরও কয়েকজনের একটি সংঘবদ্ধ দল জুগিন্দা গ্রামের মাঠে এসে তান্ডব চালায়। মহিলারা নিষেধ করলে তাদেরকেও মারধর করে। এব্যাপারে গাংনী থানায় অভিযোগ করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকজন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।