ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খামারিদের মধ্যে ৫ম ঝিনাইদহের লাকী: পেলেন ১লক্ষ টাকা পুরষ্কার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ডাকবাংলা: গ্রামীণ কুসংস্কার আর প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের নবনির্বাচিত মেম্বার আম্বিয়া খুতুন (লাকী)। কেবল সফল স্ত্রী বা মা নন, তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর একাগ্র নিষ্ঠায় নিজ পরিচয়ে আম্বিয়া খতুন (লাকী) এখন খুলনা বিভাগের একজন অন্যতম সফল নারী উদ্দোক্তা। আম্বিয়া খাতুন (লাকী) বাদপুকুরিয়া গ্রামের মৃত গোলাম রসুল (কাঙ্গাল)-এর মেয়ে।

আম্বিয়া খতুন (লাকী) ২০১৮ সালে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদে মাত্র চারটি গরু নিয়ে শুরু করেন একটি ডেইরি ফার্মটি। মাত্র তিন বছরের ব্যবধানে তিনি এখন প্রায় ৩৫টি গরু নিয়ে খুলনা বিভাগের অন্যতম বৃহৎ ডেইরি ফার্মের মালিক। বর্তমানে প্রতিদিন তার ফার্মে উৎপাদিত হয় প্রায় ১০০ লিটার দুধ। আর এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে তার অধীনে কর্মসংস্থান পেয়েছেন ৫ জন লোক।

সফলতার পেছনের গল্প বর্ণনা করে লাকী বলেন, নিজের ব্যক্তি পরিচয় না থাকায় আমি খুবই হতাশায় ভুগছিলাম। পরে আমি চারটি গরুর মাধ্যমে শুরু করি এই ফার্ম। কিন্ত বিভিন্ন সময় অনেকেই নানান ধরনের কথা বলে আমার মন খারাপ করে দিতো। তবুও আমি কখনোই পিছু হটিনি। আজ যখন বিভিন্ন সভা-সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাকে নারী উদ্যোক্তা হিসাবে পরিচয় করিয়ে দেন, তখন আমার সব পরিশ্রম সার্থক মনে হয়।’ আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ডেইরি আইকন-২০২২ এর সারা বাংলাদেশের খামারিদের মধ্যে ৫ম স্থান অর্জন করে উপহার হিসেবে পেয়েছি নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও অসংখ্য সার্টিফিকেট। যা আমার জন্য অনেকে গর্বের।

লাকী আরো বলেন, সরকারের আরও সহযোগিতা পেলে মা বাবার দোয়া ডেইরি ফার্মটি আরও বড় করতাম। যাতে করে কিছু বেকার ও হত দরিদ্র মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেত। তিনি আরও বলেন আমি এই খামার থেকে প্রতিনিয়ত অনলাইনে গরু বেচা-কেনা করে থাকি। এবারও আমার খামারে একটি “রাজা বাবু” আছে যার মূল্য সাড়ে সাত লক্ষ টাকা দাম হয়েছে। আমি বার লক্ষ টাকা হলে বিক্রি করবো ইনশাআল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

খামারিদের মধ্যে ৫ম ঝিনাইদহের লাকী: পেলেন ১লক্ষ টাকা পুরষ্কার

আপলোড টাইম : ০৪:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

প্রতিবেদক, ডাকবাংলা: গ্রামীণ কুসংস্কার আর প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের নবনির্বাচিত মেম্বার আম্বিয়া খুতুন (লাকী)। কেবল সফল স্ত্রী বা মা নন, তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর একাগ্র নিষ্ঠায় নিজ পরিচয়ে আম্বিয়া খতুন (লাকী) এখন খুলনা বিভাগের একজন অন্যতম সফল নারী উদ্দোক্তা। আম্বিয়া খাতুন (লাকী) বাদপুকুরিয়া গ্রামের মৃত গোলাম রসুল (কাঙ্গাল)-এর মেয়ে।

আম্বিয়া খতুন (লাকী) ২০১৮ সালে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদে মাত্র চারটি গরু নিয়ে শুরু করেন একটি ডেইরি ফার্মটি। মাত্র তিন বছরের ব্যবধানে তিনি এখন প্রায় ৩৫টি গরু নিয়ে খুলনা বিভাগের অন্যতম বৃহৎ ডেইরি ফার্মের মালিক। বর্তমানে প্রতিদিন তার ফার্মে উৎপাদিত হয় প্রায় ১০০ লিটার দুধ। আর এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে তার অধীনে কর্মসংস্থান পেয়েছেন ৫ জন লোক।

সফলতার পেছনের গল্প বর্ণনা করে লাকী বলেন, নিজের ব্যক্তি পরিচয় না থাকায় আমি খুবই হতাশায় ভুগছিলাম। পরে আমি চারটি গরুর মাধ্যমে শুরু করি এই ফার্ম। কিন্ত বিভিন্ন সময় অনেকেই নানান ধরনের কথা বলে আমার মন খারাপ করে দিতো। তবুও আমি কখনোই পিছু হটিনি। আজ যখন বিভিন্ন সভা-সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাকে নারী উদ্যোক্তা হিসাবে পরিচয় করিয়ে দেন, তখন আমার সব পরিশ্রম সার্থক মনে হয়।’ আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ডেইরি আইকন-২০২২ এর সারা বাংলাদেশের খামারিদের মধ্যে ৫ম স্থান অর্জন করে উপহার হিসেবে পেয়েছি নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও অসংখ্য সার্টিফিকেট। যা আমার জন্য অনেকে গর্বের।

লাকী আরো বলেন, সরকারের আরও সহযোগিতা পেলে মা বাবার দোয়া ডেইরি ফার্মটি আরও বড় করতাম। যাতে করে কিছু বেকার ও হত দরিদ্র মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেত। তিনি আরও বলেন আমি এই খামার থেকে প্রতিনিয়ত অনলাইনে গরু বেচা-কেনা করে থাকি। এবারও আমার খামারে একটি “রাজা বাবু” আছে যার মূল্য সাড়ে সাত লক্ষ টাকা দাম হয়েছে। আমি বার লক্ষ টাকা হলে বিক্রি করবো ইনশাআল্লাহ।