ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ৬৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন- রশিকপুর গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে জাবেদ শেখ (৩৫) ও জাবেদের ছেলে বাপ্পি শেখ (১৬)। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে রশিকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য পালুর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় আহত বাপ্পির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে বাপ্পিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাবেদ শেখ জানান, ‘আমি ও আমার ছেলে মোটরসাইকেলযোগে রশিকপুর থেকে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিই। মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে পূর্বশক্রতার জের ধরে মেম্বার পালুসহ তার লোকজন মোহিত, হিজা, জানু, ফুলবাস এরা সবাই মিলে আমাদের বাপ-বেটার ওপর হামলা করে।’

এ বিষয়ে ইউপি সদস্য পালু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হামলার বিষয়ে আমি কোনোভাবে জড়িত না। আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। ছাড়াও আমার বাড়ির সামনে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।’ এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

আপলোড টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন- রশিকপুর গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে জাবেদ শেখ (৩৫) ও জাবেদের ছেলে বাপ্পি শেখ (১৬)। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে রশিকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য পালুর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় আহত বাপ্পির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে বাপ্পিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাবেদ শেখ জানান, ‘আমি ও আমার ছেলে মোটরসাইকেলযোগে রশিকপুর থেকে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিই। মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে পূর্বশক্রতার জের ধরে মেম্বার পালুসহ তার লোকজন মোহিত, হিজা, জানু, ফুলবাস এরা সবাই মিলে আমাদের বাপ-বেটার ওপর হামলা করে।’

এ বিষয়ে ইউপি সদস্য পালু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হামলার বিষয়ে আমি কোনোভাবে জড়িত না। আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। ছাড়াও আমার বাড়ির সামনে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।’ এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।