ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহানবী (স.)-এর কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ৭০ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ইসলামি সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ালন করেছে। গতকাল শনিবার বাদ আসর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হয়ে এর প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। এসব সমাবেশে বক্তরা ভারতীয় পণ্য বর্জনসহ নবীজীকে অবমাননা করে বক্তব্যদানকারী বিজেপি নেতাদের শাস্তি এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের দাবি জানান।

চুয়াডাঙ্গা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মু’মিনীন আয়েশা (রা.) কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার ইসলামী সংগঠন “চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মুফতি জুনাইদ আল-হাবীবীর সভাপতিত্বে ও মুফতি আজিজুল্লাহর সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন, ভারতের বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদের এ মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
সাধারন সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে মন্তব্য করেছে তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। সংগঠনটির পৌর সভাপতি মুফতি আজিজুল্লাহ বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রণোদিতভাবে ইসলামকে অপমান-অবমাননা করে রাসুল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয় বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং যারা নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।
আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান সহ অসংখ্য মাদরাসা ছাত্র ও শিক্ষকরা। প্রতিবাদী মিছিলে ভারত সরকার সহ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাদের। মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে কোর্ট মোড় থেকে আবার হাসান চত্বরে ফিরে আসে পরবর্তীতে সভাপতির মুনাজাতের সমাপ্ত ঘোষণা করা হয়। এতে আরও অংশগ্রহণ করেছেন, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মামুনুর রশীদ মামুন, মুফতি রুহুল আমীন, মুফতি আলী আকবর, মুফতি জাহিদ হাসান মাসুম, মাওলানা আবু সুফিয়ান, তুষার ইমরান সরকার, মাওলানা জহুরুল ইসলাম আজীজী প্রমুখ।

ঝিনাইদহ:
“বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান”। “নুপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে” এ রকম শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঝিনাইদহ শহর। হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। গতকাল শনিবার আসর বাদ রাসুল পাক (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করলেও সাধারণ মানুষ প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে শরীক হন বিক্ষোভ সমাবেশে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দসহ ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বিকেলে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মুসল্লীরা আসরের নামাজ পড়ে ঝিনাইদহ শহরের পুরানো ডিসিকোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। জেলার অন্যান্য শহরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলার শৈলকুপার বিভিন্ন গ্রামে ও ইসলামী ভার্সিটিতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। মিছিল থেকে শিক্ষার্থীরা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিজেপি’র দুই নেতা কর্তৃক কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে তার দৃষ্টান্তমুলক শাস্তির নিশ্চিত করতে বিশ^নেতাদের প্রতি আহ্বান জানান। বক্তরা বলেন, বিজেপি সরকার সম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে। ভারতবর্ষের হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে হনুমান সরকারের মন্ত্রী ও নেতারা মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। ভারতের মুসলমানদের পাশাপাশি নিম্নবর্নের হিন্দুরাও বিজেপির নির্যাতনের শিকার হচ্ছে।

জীবননগর:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা এবং মুখপাত্রের করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী। সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সহ সভাপতি আমিরুল ইসলাম মিশরি, সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের খান, মিডিয়া সম্পাদক মাওলানা ইদ্রিস হোসেন, সাংস্কৃতিক সামাদুর রহমান সবুজ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুত, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহামুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তরা নবী (সা.) কে অবমাননাকারীদের শরিয়া আইন অনুযায়ী শাস্তির দাবি জানান। তাঁরা রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান। এ ছাড়া ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

দর্শনা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টায় কেরুজ বাজার মাঠে দর্শনা পৌর ইমাম সমিতির আয়োজনে কেরুজ বাজার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। আরো বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান দর্শনা পৌর ইমাম সমিতি। সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে। মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে। এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ঈমাম সমিতির সভাপতি ও দর্শনা পুরাতন মসজিদের পেশ ইমাম নৃরুল ইসলামের নেতৃত্বে বক্তব্য দেন, দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ওসমান গণি, ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান,। এছাড়া দর্শনাসহ আশপাশ ৩৬ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ১ হাজার থেকে ১২ শ মুসল্লিরা এ বিক্ষোভ সামাবেশে অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহানবী (স.)-এর কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ

আপলোড টাইম : ০৩:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

সমীকরণ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ইসলামি সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ালন করেছে। গতকাল শনিবার বাদ আসর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হয়ে এর প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। এসব সমাবেশে বক্তরা ভারতীয় পণ্য বর্জনসহ নবীজীকে অবমাননা করে বক্তব্যদানকারী বিজেপি নেতাদের শাস্তি এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের দাবি জানান।

চুয়াডাঙ্গা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মু’মিনীন আয়েশা (রা.) কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার ইসলামী সংগঠন “চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মুফতি জুনাইদ আল-হাবীবীর সভাপতিত্বে ও মুফতি আজিজুল্লাহর সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন, ভারতের বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদের এ মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
সাধারন সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে মন্তব্য করেছে তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। সংগঠনটির পৌর সভাপতি মুফতি আজিজুল্লাহ বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রণোদিতভাবে ইসলামকে অপমান-অবমাননা করে রাসুল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয় বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং যারা নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।
আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান সহ অসংখ্য মাদরাসা ছাত্র ও শিক্ষকরা। প্রতিবাদী মিছিলে ভারত সরকার সহ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাদের। মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে কোর্ট মোড় থেকে আবার হাসান চত্বরে ফিরে আসে পরবর্তীতে সভাপতির মুনাজাতের সমাপ্ত ঘোষণা করা হয়। এতে আরও অংশগ্রহণ করেছেন, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মামুনুর রশীদ মামুন, মুফতি রুহুল আমীন, মুফতি আলী আকবর, মুফতি জাহিদ হাসান মাসুম, মাওলানা আবু সুফিয়ান, তুষার ইমরান সরকার, মাওলানা জহুরুল ইসলাম আজীজী প্রমুখ।

ঝিনাইদহ:
“বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান”। “নুপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে” এ রকম শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঝিনাইদহ শহর। হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। গতকাল শনিবার আসর বাদ রাসুল পাক (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করলেও সাধারণ মানুষ প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে শরীক হন বিক্ষোভ সমাবেশে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দসহ ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বিকেলে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মুসল্লীরা আসরের নামাজ পড়ে ঝিনাইদহ শহরের পুরানো ডিসিকোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। জেলার অন্যান্য শহরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলার শৈলকুপার বিভিন্ন গ্রামে ও ইসলামী ভার্সিটিতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। মিছিল থেকে শিক্ষার্থীরা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিজেপি’র দুই নেতা কর্তৃক কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে তার দৃষ্টান্তমুলক শাস্তির নিশ্চিত করতে বিশ^নেতাদের প্রতি আহ্বান জানান। বক্তরা বলেন, বিজেপি সরকার সম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে। ভারতবর্ষের হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে হনুমান সরকারের মন্ত্রী ও নেতারা মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। ভারতের মুসলমানদের পাশাপাশি নিম্নবর্নের হিন্দুরাও বিজেপির নির্যাতনের শিকার হচ্ছে।

জীবননগর:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা এবং মুখপাত্রের করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী। সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সহ সভাপতি আমিরুল ইসলাম মিশরি, সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের খান, মিডিয়া সম্পাদক মাওলানা ইদ্রিস হোসেন, সাংস্কৃতিক সামাদুর রহমান সবুজ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুত, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহামুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তরা নবী (সা.) কে অবমাননাকারীদের শরিয়া আইন অনুযায়ী শাস্তির দাবি জানান। তাঁরা রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান। এ ছাড়া ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

দর্শনা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টায় কেরুজ বাজার মাঠে দর্শনা পৌর ইমাম সমিতির আয়োজনে কেরুজ বাজার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। আরো বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান দর্শনা পৌর ইমাম সমিতি। সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে। মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে। এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ঈমাম সমিতির সভাপতি ও দর্শনা পুরাতন মসজিদের পেশ ইমাম নৃরুল ইসলামের নেতৃত্বে বক্তব্য দেন, দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ওসমান গণি, ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান,। এছাড়া দর্শনাসহ আশপাশ ৩৬ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ১ হাজার থেকে ১২ শ মুসল্লিরা এ বিক্ষোভ সামাবেশে অংশ নেন।