ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সারাদেশে এই কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে সাহিত্য পরিষদ চত্বরে দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
সমাবেশে প্রধান অতিথি খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিনে দিনে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ আজ দিশেহারা অথচ বাক স্বাধীনতা নেই। অধিকারের কথা বলতে চাইলেও অবৈধ সরকারের বহুমুখী চাপের মুখে কেউই বলতে পারছে না।তিনি বলেন সরকারের উচিত হবে ব্যর্থতার সকল দায়ভার স্বীকার করে নিয়ে পদত্যাগ করা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, আবু বক্কর সিদ্দিক আবু, মো. মোকাররম হোসেন, মো. নজরুল ইসলাম, মো. মনিরুজ্জামান লিপ্টন, নুর নবী সামদানী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা বিএনপি নেতা অ্যাড. শাহজাহান মুকুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুন্সী আলাউদ্দীন, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: হেদায়েত হোসেন আসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বিএনপি নেতা ইন্তাজুল হক, ইয়াসিন হাসান কাকন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন স্বপন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পান্না জোয়ার্দ্দার,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক শাহ জামাল, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান,সদর উপজেলা যুবদলের ১নম্বর যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মীর শুভ জামান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহের নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ মজিদ।
সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ মজিদ বলেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। দেশে খুন, গুম, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেখ হাসিনার এখন ভরসা জনগন নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ হাসিনা সরকারের খুটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই গদি ছেড়ে পালাতে হবে। জনতার উর্মি জেগে উঠেছে। সেই উত্তাল জনস্রোতে পতন হবে এই ফ্যাসিষ্ট সরকারের। এম এ মজিদ আরো বলেন, দেশের মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরি দিবে।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মো. আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রমিকদল নেতা মো. আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দলনেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মো. ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মো. জামির হোসেন ঝন্টু, মো. আতিয়ার রহমান, মো. মশিউর রহমান, মিছির আলী, মো. শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মো. সোহেল রানা প্রমুখ।
সভায় অন্যান্য বক্তরা অভিযোগ করে বলেন, দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সরকারের লুটেরা মন্ত্রী এমপিরা ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন পায়। এ জন্য অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।

মেহেরপুর:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, রোমানা আহমেদ, আব্দুর রশিদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আরজুল্লা মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন। আরও উপস্থিত ছিলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি রনি মোল্লা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

আপলোড টাইম : ০২:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

সমীকরণ ডেস্ক:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সারাদেশে এই কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে সাহিত্য পরিষদ চত্বরে দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
সমাবেশে প্রধান অতিথি খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিনে দিনে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ আজ দিশেহারা অথচ বাক স্বাধীনতা নেই। অধিকারের কথা বলতে চাইলেও অবৈধ সরকারের বহুমুখী চাপের মুখে কেউই বলতে পারছে না।তিনি বলেন সরকারের উচিত হবে ব্যর্থতার সকল দায়ভার স্বীকার করে নিয়ে পদত্যাগ করা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, আবু বক্কর সিদ্দিক আবু, মো. মোকাররম হোসেন, মো. নজরুল ইসলাম, মো. মনিরুজ্জামান লিপ্টন, নুর নবী সামদানী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা বিএনপি নেতা অ্যাড. শাহজাহান মুকুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুন্সী আলাউদ্দীন, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: হেদায়েত হোসেন আসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বিএনপি নেতা ইন্তাজুল হক, ইয়াসিন হাসান কাকন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন স্বপন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পান্না জোয়ার্দ্দার,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক শাহ জামাল, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান,সদর উপজেলা যুবদলের ১নম্বর যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মীর শুভ জামান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহের নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ মজিদ।
সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ মজিদ বলেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। দেশে খুন, গুম, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেখ হাসিনার এখন ভরসা জনগন নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ হাসিনা সরকারের খুটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই গদি ছেড়ে পালাতে হবে। জনতার উর্মি জেগে উঠেছে। সেই উত্তাল জনস্রোতে পতন হবে এই ফ্যাসিষ্ট সরকারের। এম এ মজিদ আরো বলেন, দেশের মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরি দিবে।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মো. আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রমিকদল নেতা মো. আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দলনেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মো. ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মো. জামির হোসেন ঝন্টু, মো. আতিয়ার রহমান, মো. মশিউর রহমান, মিছির আলী, মো. শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মো. সোহেল রানা প্রমুখ।
সভায় অন্যান্য বক্তরা অভিযোগ করে বলেন, দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সরকারের লুটেরা মন্ত্রী এমপিরা ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন পায়। এ জন্য অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।

মেহেরপুর:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, রোমানা আহমেদ, আব্দুর রশিদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আরজুল্লা মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন। আরও উপস্থিত ছিলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি রনি মোল্লা।