ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তাঁর স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়াকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র‌্যাব মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল বুধবার আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভারতে পালানোর সময় হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

ঝিনাইদহ অফিস: ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তাঁর স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়াকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র‌্যাব মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল বুধবার আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।