ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিষ প্রয়োগে কৃষকের বীজতলা বিনষ্ট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

বিষ প্রয়োগ করে মানুষ, গরু-ছাগল এমনকি পুকুরের মাছ নিধন করার নজির থাকলেও এবার ধান চাষ ঠেকাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বীজতলা ধ্বংস করে দিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের মাঠে।

ফারাসপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কৃষক আবু সাঈদ জানান, তাঁর মাঠে ১০ বিঘা ধান চাষের জমি রয়েছে। এই জমিতে ইরি বোরো ধান গাছ রোপণের জন্য ৮ শতক জমিতে বীজ ছিল। তার সঙ্গে তাদের গ্রামেরই ওবাইদুর রহমানের ২ বিঘা চাষের জমি রয়েছে। এক মাস হলো বীজতলা তৈরি করে সেখানে ১০০ টাকা কেজি দরে ধানের বীজ কিনে বীজতলা তৈরি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তিনি বীজতলায় পানি দিতে গিয়ে দেখেন জমির সব চারা লাল হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন। প্রথমে বুঝতে পারছিলেন না কেন এমনটি হচ্ছে। গত শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখতে পান গোটা জমির ধানের চারা মারা গেছে। চারাগুলো সোনালী রং ধারণ করেছে। তখন বুঝতে পারেন যে কেউ তাঁর জমিতে ওষুধ স্প্রে করে চারা মেরে দিয়েছে। বিষয়টি নিয়ে কালীগঞ্জ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত কবির জানান, তাঁরা সংবাদ পেয়ে সরেজমিনে দেখতে যান। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবে ফসলের ক্ষতি করা খুবই খারাপ কাজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ওই কৃষক যাতে চারা পান, সে বিষয়ে কৃষি বিভাগ পদক্ষেপ নেবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে বিষ প্রয়োগে কৃষকের বীজতলা বিনষ্ট!

আপলোড টাইম : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

ঝিনাইদহ অফিস:

বিষ প্রয়োগ করে মানুষ, গরু-ছাগল এমনকি পুকুরের মাছ নিধন করার নজির থাকলেও এবার ধান চাষ ঠেকাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বীজতলা ধ্বংস করে দিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের মাঠে।

ফারাসপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কৃষক আবু সাঈদ জানান, তাঁর মাঠে ১০ বিঘা ধান চাষের জমি রয়েছে। এই জমিতে ইরি বোরো ধান গাছ রোপণের জন্য ৮ শতক জমিতে বীজ ছিল। তার সঙ্গে তাদের গ্রামেরই ওবাইদুর রহমানের ২ বিঘা চাষের জমি রয়েছে। এক মাস হলো বীজতলা তৈরি করে সেখানে ১০০ টাকা কেজি দরে ধানের বীজ কিনে বীজতলা তৈরি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তিনি বীজতলায় পানি দিতে গিয়ে দেখেন জমির সব চারা লাল হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন। প্রথমে বুঝতে পারছিলেন না কেন এমনটি হচ্ছে। গত শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখতে পান গোটা জমির ধানের চারা মারা গেছে। চারাগুলো সোনালী রং ধারণ করেছে। তখন বুঝতে পারেন যে কেউ তাঁর জমিতে ওষুধ স্প্রে করে চারা মেরে দিয়েছে। বিষয়টি নিয়ে কালীগঞ্জ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত কবির জানান, তাঁরা সংবাদ পেয়ে সরেজমিনে দেখতে যান। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবে ফসলের ক্ষতি করা খুবই খারাপ কাজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ওই কৃষক যাতে চারা পান, সে বিষয়ে কৃষি বিভাগ পদক্ষেপ নেবে।