ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুখে বড় টিউমার নিয়ে বসবাস শিশু তাসমিনার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

মুখে একটি বড় টিউমার নিয়ে নিত্য বসবাস ১২ বছরের শিশু তাসমিনা খাতুনের। চিকিৎসার অভাবে মুখের টিউমারটি দিনকে দিন বড় হচ্ছে। কিন্তু অপারেশন করার মতো অর্থ নেই হতদরিদ্র এই পরিবারের কাছে। ২০২১ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান দিনমজুর পিতা রুহুজ্জল হোসেন। পরের বাড়ি কাজ করে সংসার চালান মা রাবেয়া খাতুন। অতিকষ্টে দুই শিশু সন্তান নিয়ে স্বামীর ভিটা আঁকড়ে আছেন রাবেয়া।

কোটচাঁদপুর উপজেলার জালালপুর মালোখালী পাড়ায় বসবাসরত দিনমজুর এই পরিবারের বড় মেয়ে হচ্ছে তাসমিনা খাতুন। সে পড়ে সপ্তম শ্রেণিতে। ৫ বছর আগে মুখে টিউমার দেখা দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি তাসমিনার মা। তাসমিনার এই টিউমার দেখে কোটচাঁদপুরের ইকড়া ছাত্র কল্যাণ সংঘের কর্মীরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শফিক-উর-রহমান সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করে পরামর্শ দেন। তাসমিনা খাতুনের টিউমার ক্যানস্যারে রূপ নিচ্ছে। দ্রুত ঢাকায় নিয়ে কয়েকদফা অপারেশন করতে হবে।

ডাক্তারের জানান, পর্যায়ক্রমে কয়েক দফা অপারেশন করলেই শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। কিন্তু এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। এতে প্রায় ৬-৭ লাখ টাকার প্রয়োজন হবে। এই টাকা জোগাড়ের সামর্থ্য নেই তাসমিনা খাতুনের বিধবা মা রাবেয়া খাতুনের। এ অবস্থায় গরীব অসহায় মা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, প্রবাসী, এনজিও, ঝিনাইদহ জেলা প্রশাসনসহ দেশ-বিদেশের দানশীলসহ ব্যক্তিকদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তাসমিনা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ মোবাইল নম্বর ০১৮৬৩-৪০২৮৫৩।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুখে বড় টিউমার নিয়ে বসবাস শিশু তাসমিনার

আপলোড টাইম : ০৭:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

ঝিনাইদহ অফিস:

মুখে একটি বড় টিউমার নিয়ে নিত্য বসবাস ১২ বছরের শিশু তাসমিনা খাতুনের। চিকিৎসার অভাবে মুখের টিউমারটি দিনকে দিন বড় হচ্ছে। কিন্তু অপারেশন করার মতো অর্থ নেই হতদরিদ্র এই পরিবারের কাছে। ২০২১ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান দিনমজুর পিতা রুহুজ্জল হোসেন। পরের বাড়ি কাজ করে সংসার চালান মা রাবেয়া খাতুন। অতিকষ্টে দুই শিশু সন্তান নিয়ে স্বামীর ভিটা আঁকড়ে আছেন রাবেয়া।

কোটচাঁদপুর উপজেলার জালালপুর মালোখালী পাড়ায় বসবাসরত দিনমজুর এই পরিবারের বড় মেয়ে হচ্ছে তাসমিনা খাতুন। সে পড়ে সপ্তম শ্রেণিতে। ৫ বছর আগে মুখে টিউমার দেখা দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি তাসমিনার মা। তাসমিনার এই টিউমার দেখে কোটচাঁদপুরের ইকড়া ছাত্র কল্যাণ সংঘের কর্মীরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শফিক-উর-রহমান সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করে পরামর্শ দেন। তাসমিনা খাতুনের টিউমার ক্যানস্যারে রূপ নিচ্ছে। দ্রুত ঢাকায় নিয়ে কয়েকদফা অপারেশন করতে হবে।

ডাক্তারের জানান, পর্যায়ক্রমে কয়েক দফা অপারেশন করলেই শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। কিন্তু এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। এতে প্রায় ৬-৭ লাখ টাকার প্রয়োজন হবে। এই টাকা জোগাড়ের সামর্থ্য নেই তাসমিনা খাতুনের বিধবা মা রাবেয়া খাতুনের। এ অবস্থায় গরীব অসহায় মা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, প্রবাসী, এনজিও, ঝিনাইদহ জেলা প্রশাসনসহ দেশ-বিদেশের দানশীলসহ ব্যক্তিকদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তাসমিনা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ মোবাইল নম্বর ০১৮৬৩-৪০২৮৫৩।