ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমঝুপিতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা (৫৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

নিহতের ছেলে সালাউদ্দীন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠ পাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। যেন কেউ দুর্ঘটনার শিকার না হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক দিয়ে স্যালোইঞ্জিনচালিত বাহন আলগামনে কোমল পানীয় নিয়ে যাচ্ছিলেন ডেলিভারিম্যানসহ চালক।  এসময় ওই স্থানে থাকা চায়ের দোকানদার সালাউদ্দীনের সঙ্গে ডিভাইডার নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতিও হয়। এসময় সেখান থেকে ইসলামনগরের উদ্দেশ্যে চলে যায় তারা।

পরে দুপুরে ফেরার পথে ইসলামনগরে পল্লী বিদ্যুতের খুঁটি বসানো ১০-১২ জন শ্রমিককে নিয়ে আসেন তারা। সবাই শহরের দিঘীর পাড়ার বাসিন্দা। পরে দোকানদারের সঙ্গে আবারো হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দোকানদার সালাউদ্দীনের বাবা বাধা দিলে দু’জনকেই রড দিয়ে পিটিয়ে জখম করে তারা। পরে তারা দু’জন মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও তারা পেটাতে থাকে। এসময় এলাকাবাসী ছুটে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার মোল্লা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান জানান, নিহতের শরীরে একাধিকস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের নামের তালিকা তৈরি করে দ্রুত আটকের চেষ্টা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আমঝুপিতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

আপলোড টাইম : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা (৫৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

নিহতের ছেলে সালাউদ্দীন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠ পাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। যেন কেউ দুর্ঘটনার শিকার না হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক দিয়ে স্যালোইঞ্জিনচালিত বাহন আলগামনে কোমল পানীয় নিয়ে যাচ্ছিলেন ডেলিভারিম্যানসহ চালক।  এসময় ওই স্থানে থাকা চায়ের দোকানদার সালাউদ্দীনের সঙ্গে ডিভাইডার নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতিও হয়। এসময় সেখান থেকে ইসলামনগরের উদ্দেশ্যে চলে যায় তারা।

পরে দুপুরে ফেরার পথে ইসলামনগরে পল্লী বিদ্যুতের খুঁটি বসানো ১০-১২ জন শ্রমিককে নিয়ে আসেন তারা। সবাই শহরের দিঘীর পাড়ার বাসিন্দা। পরে দোকানদারের সঙ্গে আবারো হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দোকানদার সালাউদ্দীনের বাবা বাধা দিলে দু’জনকেই রড দিয়ে পিটিয়ে জখম করে তারা। পরে তারা দু’জন মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও তারা পেটাতে থাকে। এসময় এলাকাবাসী ছুটে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার মোল্লা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান জানান, নিহতের শরীরে একাধিকস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের নামের তালিকা তৈরি করে দ্রুত আটকের চেষ্টা চলছে।