ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরে মিলল নিখোঁজ বৃদ্ধর লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই এলাকার একটি পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজির মিয়া ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের মৃত সোয়েদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নজির মিয়া দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় তিনি হয়তো অসাবধানতাবশত কোনো এক সময় পুকুরে মধ্যে পড়ে যান। আর এতেই তাঁর মৃত্যু হয়েছে। পরে গতকাল সকালে স্থানীয়রা পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত নজির মিয়ার ছেলে মিলন মিয়া বলেন, ‘আমার বাবার মানসিক সমস্যা ছিল। তিনি মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গত চার দিন ধরে আমার বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। ঝিনাইদহের বিভিন্ন এলাকাতে মাইকিংও করা হয়। আজ (গতকাল বৃহস্পতিবার) খবর পায় সাধুহাটি বোড়াই গ্রামের শরিফুল বিশ্বাসের পুকুর থেকে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডাকবাংলা পুলিশ। পরে সেখানে গেলে দেখি তিনিই আমার বাবা নজির মিয়া।’

এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পুকুরে মিলল নিখোঁজ বৃদ্ধর লাশ!

আপলোড টাইম : ০৪:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই এলাকার একটি পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজির মিয়া ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের মৃত সোয়েদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নজির মিয়া দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় তিনি হয়তো অসাবধানতাবশত কোনো এক সময় পুকুরে মধ্যে পড়ে যান। আর এতেই তাঁর মৃত্যু হয়েছে। পরে গতকাল সকালে স্থানীয়রা পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত নজির মিয়ার ছেলে মিলন মিয়া বলেন, ‘আমার বাবার মানসিক সমস্যা ছিল। তিনি মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গত চার দিন ধরে আমার বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। ঝিনাইদহের বিভিন্ন এলাকাতে মাইকিংও করা হয়। আজ (গতকাল বৃহস্পতিবার) খবর পায় সাধুহাটি বোড়াই গ্রামের শরিফুল বিশ্বাসের পুকুর থেকে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডাকবাংলা পুলিশ। পরে সেখানে গেলে দেখি তিনিই আমার বাবা নজির মিয়া।’

এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।