ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের বারাদী বাজারে ওষুধের দোকানে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী:

মেহেরপুর সদরের বারাদী বাজারে সালেহা মেডিকো নামের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই চুরির ঘটনা ঘটায়।

ঘটনাস্থল থেকে জানা যায়, বারাদী বাজারের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে সালেহা মেডিকো ফার্মেসির দ্বিতল ভবনের  টয়লেটের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ঢুকে মূল কক্ষের ভেন্টিলেটর দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে ড্রয়ার থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, বাজারে চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতঃপূর্বেও বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বিগত সময়ের ঘটে যাওয়া চুরির বিষয়গুলি মাথায় নিয়ে প্রশাসন বাজার কমিটি এবং পাহারাদার সকলের সম্মিলিত তদারকির মাধ্যমে চুরি রোধ করা সম্ভব বলে মনে করি। কারো একার পক্ষে এটা ঠেকানো সম্ভব নয়।

দোকান মালিক বলেন, ‘আমি সকালে দোকানে এসে ভেতরে ঢুকে চুরির বিষয়টি দেখতে পাই। ওষুধপত্র নিয়েছে কিনা, এই মুহূর্তে বলতে না পারলেও ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা চুরি হয়েছে।’

বারাদী বাজার কমিটির সভাপতি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। চুরির বিষয়ে পাহারাদারদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।’ এদিকে, চুরির ঘটনার খবর পেয়ে এএসপি (সার্কেল ), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও বারাদী ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের বারাদী বাজারে ওষুধের দোকানে চুরি

আপলোড টাইম : ০৪:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, বারাদী:

মেহেরপুর সদরের বারাদী বাজারে সালেহা মেডিকো নামের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই চুরির ঘটনা ঘটায়।

ঘটনাস্থল থেকে জানা যায়, বারাদী বাজারের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে সালেহা মেডিকো ফার্মেসির দ্বিতল ভবনের  টয়লেটের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ঢুকে মূল কক্ষের ভেন্টিলেটর দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে ড্রয়ার থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, বাজারে চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতঃপূর্বেও বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বিগত সময়ের ঘটে যাওয়া চুরির বিষয়গুলি মাথায় নিয়ে প্রশাসন বাজার কমিটি এবং পাহারাদার সকলের সম্মিলিত তদারকির মাধ্যমে চুরি রোধ করা সম্ভব বলে মনে করি। কারো একার পক্ষে এটা ঠেকানো সম্ভব নয়।

দোকান মালিক বলেন, ‘আমি সকালে দোকানে এসে ভেতরে ঢুকে চুরির বিষয়টি দেখতে পাই। ওষুধপত্র নিয়েছে কিনা, এই মুহূর্তে বলতে না পারলেও ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা চুরি হয়েছে।’

বারাদী বাজার কমিটির সভাপতি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। চুরির বিষয়ে পাহারাদারদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।’ এদিকে, চুরির ঘটনার খবর পেয়ে এএসপি (সার্কেল ), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও বারাদী ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।