ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে দুই ক্লিনিকের মালিককে জেল-জরিমানা

প্রতিবেদক, মেহেরপুর:
  • আপলোড টাইম : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অব্যবস্থাপনার কারণে দুই ক্লিনিক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড ও অপর এক ক্লিনিক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু সাঈদ এ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাবেয়া মেডিকেল সার্ভিসের স্বত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল লতিফ এবং অ্যাপোলো নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী আফজাল হোসেনের ছেলে মুকুল বাশার।

অপর দিকে, একই দিনে পৃথক এক অভিযানে ল্যাব টেকনোলজিস্টদের নিয়োগপত্রে ত্রুটি থাকার অপরাধে মেহেরপুর সনো ল্যাব ও নার্সিং হোমের মালিক ডা. জে পি আগওয়ালার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব নিয়ন্ত্রণ ১৯৮২ এর ১৩/২ ধারায় দোষী সাব্যস্ত করে রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফ ও তাঁর পার্টনার মুকুল বাঁশারকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ১০ দিনের দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ ও মুকুল বাঁশারকে পুলিশের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত ল্যাব টেকনোলজিস্ট নিয়োগপত্রে নানারকম ত্রুটি থাকার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার দায়ে সনো ল্যাব ও নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী জগদীশ প্রসাদ আগারওয়ালার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খ ম ফয়সাল হারুন সেখানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে দুই ক্লিনিকের মালিককে জেল-জরিমানা

আপলোড টাইম : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অব্যবস্থাপনার কারণে দুই ক্লিনিক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড ও অপর এক ক্লিনিক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু সাঈদ এ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাবেয়া মেডিকেল সার্ভিসের স্বত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল লতিফ এবং অ্যাপোলো নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী আফজাল হোসেনের ছেলে মুকুল বাশার।

অপর দিকে, একই দিনে পৃথক এক অভিযানে ল্যাব টেকনোলজিস্টদের নিয়োগপত্রে ত্রুটি থাকার অপরাধে মেহেরপুর সনো ল্যাব ও নার্সিং হোমের মালিক ডা. জে পি আগওয়ালার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব নিয়ন্ত্রণ ১৯৮২ এর ১৩/২ ধারায় দোষী সাব্যস্ত করে রাবেয়া মেডিকেল সার্ভিসের মালিক আব্দুল লতিফ ও তাঁর পার্টনার মুকুল বাঁশারকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ১০ দিনের দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ ও মুকুল বাঁশারকে পুলিশের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত ল্যাব টেকনোলজিস্ট নিয়োগপত্রে নানারকম ত্রুটি থাকার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার দায়ে সনো ল্যাব ও নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী জগদীশ প্রসাদ আগারওয়ালার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খ ম ফয়সাল হারুন সেখানে উপস্থিত ছিলেন।