ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে শীতের কাপন, সরকারি বরাদ্দ কোথায়?

আল-আমিন/শাহীনুজ্জামান:
  • আপলোড টাইম : ০৩:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ৪৮ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় গত মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা যখন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, ঠিক সেই সময় গাংনীতে বেড়েছে শীতের তীব্রতা। শীতে কাঁপছে এই অঞ্চলের বস্ত্রহীন শীতার্ত মানুষ। এসব শীতার্ত মানুষের পাশে নেই কেউ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সরকারি শীতবস্ত্র কোথায়? প্রতি বছর বিভিন্ন সংগঠন, এমপি, চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবং নিজ নিজ উদ্যোগে শীতবস্ত্র প্রদান করলেও এ বছর প্রচণ্ড শীতেও গাংনী পৌরসভায় শীতার্তদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলে, ৬-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারির মাঝামাঝি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা। এ অবস্থায় গাংনীতে ঠান্ডাজনিত কারণে শিশুসহ, বয়স্কদের মধ্যে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, পাতলা পায়খানা, বমির প্রকোপ।

এই উপজেলার এইসব শীতার্ত বস্ত্রহীন অসহায় মানুষের পাশে এখনই না দাঁড়ালে যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সমাজসেবীদের প্রতি সচেতন মহলের দাবি, ভোটের সময় যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, সেইভাবে এখনই শীতবস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ান।

এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম জানান, গাংনী পৌরসভার শীতবস্ত্রের বরাদ্দ এসেছে। মেয়র সাহেব ঢাকায় থাকার কারণে দিতে বিলম্ব হচ্ছে। আশা করছি, কালকেই (আজ) বিতরণ করতে পারব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে শীতের কাপন, সরকারি বরাদ্দ কোথায়?

আপলোড টাইম : ০৩:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

মেহেরপুর জেলার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় গত মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা যখন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, ঠিক সেই সময় গাংনীতে বেড়েছে শীতের তীব্রতা। শীতে কাঁপছে এই অঞ্চলের বস্ত্রহীন শীতার্ত মানুষ। এসব শীতার্ত মানুষের পাশে নেই কেউ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সরকারি শীতবস্ত্র কোথায়? প্রতি বছর বিভিন্ন সংগঠন, এমপি, চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবং নিজ নিজ উদ্যোগে শীতবস্ত্র প্রদান করলেও এ বছর প্রচণ্ড শীতেও গাংনী পৌরসভায় শীতার্তদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলে, ৬-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারির মাঝামাঝি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা। এ অবস্থায় গাংনীতে ঠান্ডাজনিত কারণে শিশুসহ, বয়স্কদের মধ্যে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, পাতলা পায়খানা, বমির প্রকোপ।

এই উপজেলার এইসব শীতার্ত বস্ত্রহীন অসহায় মানুষের পাশে এখনই না দাঁড়ালে যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সমাজসেবীদের প্রতি সচেতন মহলের দাবি, ভোটের সময় যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, সেইভাবে এখনই শীতবস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ান।

এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম জানান, গাংনী পৌরসভার শীতবস্ত্রের বরাদ্দ এসেছে। মেয়র সাহেব ঢাকায় থাকার কারণে দিতে বিলম্ব হচ্ছে। আশা করছি, কালকেই (আজ) বিতরণ করতে পারব।