ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুর বছরের প্রথম দিনেই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

বছরের শুরুতেই নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দিনটি ছিল তাদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠার দিন। নতুন বই নিয়েই আনন্দে বাড়ি ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা। গতকাল বছরের প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে সারা দেশে একযোগে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হয়। তাই গতকালের দিনটি ছিলে বই উৎসবের।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, সকাল সাড়ে ১০টায় শহরের চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা চত্বরে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও মো. শামীম ভুইয়া।

দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকেরা। গতকাল শনিবার সকাল ১০টায় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি কোমলমতি এসব শিক্ষার্থীরা।

জানা যায়, এবার দামুড়হুদা উপজেলায় মোট ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ বই বিতরণ করা হয়। যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পেরে শিক্ষকেরা যেমন খুশি হয়েছেন তেমনি ছাত্রছাত্রীরও খুশি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম বলেন, ‘আমরা প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের নিকট বই দেওয়া হয়েছে। সকালে সকল বই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেছেন প্রতিটি স্কুলের শিক্ষকরা। কিছু  বই বাকি আছে সেগুলো আগামী ৩ জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে।’

জয়রামপুর:

দামুড়হুদার লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসায় এই বিতরণ অনুষ্ঠান করা হয়। ডিএস আদর্শ মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মুন্নাফের সভাপতিত্বে অনষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসার সেক্রেটারি জিয়াউল হক, প্রধান শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, মাওলানা মনিরুল ইসলাম, ছানোয়ার হোসেন, হাফেজ ইকরামুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, রমিজুর রহমান, আবুল হোসেনসহ অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছানোয়ার হোসেন।

জীবননগর:

জীবননগরে প্রাথমিক ও মাধ্যমিকস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বই উৎসব পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ জীবননগর উপজেলায় সকল স্কুলে বই উৎসব পালিত হয়েছে। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছাসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা নববর্ষের প্রথম দিনে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেলিম রেজা শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় তেরোঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুর বছরের প্রথম দিনেই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপলোড টাইম : ০৫:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

বছরের শুরুতেই নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দিনটি ছিল তাদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠার দিন। নতুন বই নিয়েই আনন্দে বাড়ি ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা। গতকাল বছরের প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে সারা দেশে একযোগে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হয়। তাই গতকালের দিনটি ছিলে বই উৎসবের।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, সকাল সাড়ে ১০টায় শহরের চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা চত্বরে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও মো. শামীম ভুইয়া।

দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকেরা। গতকাল শনিবার সকাল ১০টায় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি কোমলমতি এসব শিক্ষার্থীরা।

জানা যায়, এবার দামুড়হুদা উপজেলায় মোট ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ বই বিতরণ করা হয়। যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পেরে শিক্ষকেরা যেমন খুশি হয়েছেন তেমনি ছাত্রছাত্রীরও খুশি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম বলেন, ‘আমরা প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের নিকট বই দেওয়া হয়েছে। সকালে সকল বই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেছেন প্রতিটি স্কুলের শিক্ষকরা। কিছু  বই বাকি আছে সেগুলো আগামী ৩ জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে।’

জয়রামপুর:

দামুড়হুদার লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসায় এই বিতরণ অনুষ্ঠান করা হয়। ডিএস আদর্শ মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মুন্নাফের সভাপতিত্বে অনষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসার সেক্রেটারি জিয়াউল হক, প্রধান শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, মাওলানা মনিরুল ইসলাম, ছানোয়ার হোসেন, হাফেজ ইকরামুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, রমিজুর রহমান, আবুল হোসেনসহ অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছানোয়ার হোসেন।

জীবননগর:

জীবননগরে প্রাথমিক ও মাধ্যমিকস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বই উৎসব পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ জীবননগর উপজেলায় সকল স্কুলে বই উৎসব পালিত হয়েছে। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছাসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা নববর্ষের প্রথম দিনে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেলিম রেজা শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় তেরোঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।