ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বছরের শুরুতেই খুন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বছরে শেষ ও শুরুর দুই দিনে পৃথক দুটি হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে শৈলকুপার গাতলাগাড়ি বাজারে নির্বাচনী সহিংসতায় হারান মণ্ডল নামে এক নৌকার সমর্থক খুন হলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম। এসময় তিনি নির্বাচনী সহিংসতা রোধে পুলিশের কঠোর অবস্থান ও অপরাধীদের কোন রকম ছাড় না দেওয়া ঘোষনা দিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ঘোষনা দেন তিনি।

এদিকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম শৈলকুপার কাতলাগাড়ি বাজার এলাকা ত্যাগ করার আড়াই ঘন্টা পর ভাটবাড়িয়া গ্রামে জসিম বিশ্বাস নামে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এঘটনায় মিলন নামে আরও একজন আহত হন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামে আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় হারান মণ্ডল নামের এক বৃদ্ধ নিহত হয়। হারান মণ্ডল খুনের রেশ কাটতে না কাটতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হলো জসিম বিশ^াস নামের আরও এক ব্যক্তি।

নিহত জসিমের ভাই মুক্তার হোসেন জানান, তার ভাই জসিম ও মিলন রাস্তায় দাড়িয়ে ছিল। এ সময় চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জখম দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জসিম বিশ^াসকে মৃত ঘোষনা করেন। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, সন্ত্রাসী হামলায় নিহত জসিম ও আহত মিলন তার সমর্থক ছিলেন।

এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোগী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে জসিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বছরের শুরুতেই খুন

আপলোড টাইম : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

ঝিনাইদহে বছরে শেষ ও শুরুর দুই দিনে পৃথক দুটি হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে শৈলকুপার গাতলাগাড়ি বাজারে নির্বাচনী সহিংসতায় হারান মণ্ডল নামে এক নৌকার সমর্থক খুন হলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম। এসময় তিনি নির্বাচনী সহিংসতা রোধে পুলিশের কঠোর অবস্থান ও অপরাধীদের কোন রকম ছাড় না দেওয়া ঘোষনা দিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ঘোষনা দেন তিনি।

এদিকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম শৈলকুপার কাতলাগাড়ি বাজার এলাকা ত্যাগ করার আড়াই ঘন্টা পর ভাটবাড়িয়া গ্রামে জসিম বিশ্বাস নামে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এঘটনায় মিলন নামে আরও একজন আহত হন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামে আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় হারান মণ্ডল নামের এক বৃদ্ধ নিহত হয়। হারান মণ্ডল খুনের রেশ কাটতে না কাটতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হলো জসিম বিশ^াস নামের আরও এক ব্যক্তি।

নিহত জসিমের ভাই মুক্তার হোসেন জানান, তার ভাই জসিম ও মিলন রাস্তায় দাড়িয়ে ছিল। এ সময় চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জখম দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জসিম বিশ^াসকে মৃত ঘোষনা করেন। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, সন্ত্রাসী হামলায় নিহত জসিম ও আহত মিলন তার সমর্থক ছিলেন।

এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোগী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে জসিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি।’