ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় বছরে ঝিনাইদহে ৩ খুন!

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

খুনোখুনি, ধাওয়া পাল্টা ধাওয়া ও চরম উত্তেজনার মধ্যদিয়ে বিদায় নিয়েছে ২০২১ সালে। বিদায়ী বছরের শেষ দিন গতকাল শুক্রবার ঝিনাইদহে খুন হয়েছেন তিনজন। এরমধ্যে শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কোন্দল ও নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন দুইজন। বাকি একজন মারা গেছেন মহেশপুরের বাজিপোতা গ্রামে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শৈলকুপার সারুটিয়া ও ফুলহরি ইউনিয়নে সংঘর্ষ ও উত্তেজনা বিরাজ করছিল। আহতদের মধ্যে অনেকই আশঙ্কাজনক বলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শফিুকের বাড়িতে রহস্যজনক আগুন লাগে। এ নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বিকেল থেকে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা কাতলাগাড়ি বাজারে নৌকার সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালায়। এসময় শৈলকুপার কিত্তিনগর আবাসনের বাসিন্দা হারান মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হারান ওই আবাসনের আলীমুদ্দীন মণ্ডলের ছেলে। নৌকার প্রার্থী মামুন এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুকে দায়ী করেছেন। হামলায় অন্তত ১৫ জন আহত হন।

এদিকে, গত ১৭ ডিসেম্বর শৈলকুপা শহরের হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের মেয়র গ্রুপের হামলায় আহত স্বপন শেখ (৩৫) গতকাল শুক্রবার ভোরে মারা গেছেন। ওই দিন রাব্বি নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছিলেন। আহতরা আওয়ামী লীগের ইকু শিকদার গ্রুপের সমর্থক। এই হামলায় আহত স্বপন শেখ ১৪ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। নিহত যুবলীগ কর্মী স্বপন শেখ পেশায় পরিবহন শ্রমিক। তিনি শৈলকুপার কবিরপুর গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৈলকুপায় দুই সপ্তাহ আগে আহত এক ব্যক্তি মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। আর শুক্রবার রাতে নির্বাচনী সহিংসতায় হানার মন্ডল নামে আরেকজন মারা যাওয়ার খবর শুনেছি।

এদিকে জেলার মহেশপুরে ইনানুর রহমান (৪০) নামের এক চা-দোকানির লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কুলতলা বাজার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই আজানুরকে আটক করেছে পুলিশ।

মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিণ্টু হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। আটক নিহত’র বড় ভাই আজানুর রহমান হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি বলেছেন, মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে ছোট ভাইকে হত্যা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিদায় বছরে ঝিনাইদহে ৩ খুন!

আপলোড টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

খুনোখুনি, ধাওয়া পাল্টা ধাওয়া ও চরম উত্তেজনার মধ্যদিয়ে বিদায় নিয়েছে ২০২১ সালে। বিদায়ী বছরের শেষ দিন গতকাল শুক্রবার ঝিনাইদহে খুন হয়েছেন তিনজন। এরমধ্যে শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কোন্দল ও নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন দুইজন। বাকি একজন মারা গেছেন মহেশপুরের বাজিপোতা গ্রামে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শৈলকুপার সারুটিয়া ও ফুলহরি ইউনিয়নে সংঘর্ষ ও উত্তেজনা বিরাজ করছিল। আহতদের মধ্যে অনেকই আশঙ্কাজনক বলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শফিুকের বাড়িতে রহস্যজনক আগুন লাগে। এ নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বিকেল থেকে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা কাতলাগাড়ি বাজারে নৌকার সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালায়। এসময় শৈলকুপার কিত্তিনগর আবাসনের বাসিন্দা হারান মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হারান ওই আবাসনের আলীমুদ্দীন মণ্ডলের ছেলে। নৌকার প্রার্থী মামুন এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুকে দায়ী করেছেন। হামলায় অন্তত ১৫ জন আহত হন।

এদিকে, গত ১৭ ডিসেম্বর শৈলকুপা শহরের হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের মেয়র গ্রুপের হামলায় আহত স্বপন শেখ (৩৫) গতকাল শুক্রবার ভোরে মারা গেছেন। ওই দিন রাব্বি নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছিলেন। আহতরা আওয়ামী লীগের ইকু শিকদার গ্রুপের সমর্থক। এই হামলায় আহত স্বপন শেখ ১৪ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। নিহত যুবলীগ কর্মী স্বপন শেখ পেশায় পরিবহন শ্রমিক। তিনি শৈলকুপার কবিরপুর গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৈলকুপায় দুই সপ্তাহ আগে আহত এক ব্যক্তি মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। আর শুক্রবার রাতে নির্বাচনী সহিংসতায় হানার মন্ডল নামে আরেকজন মারা যাওয়ার খবর শুনেছি।

এদিকে জেলার মহেশপুরে ইনানুর রহমান (৪০) নামের এক চা-দোকানির লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কুলতলা বাজার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই আজানুরকে আটক করেছে পুলিশ।

মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিণ্টু হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। আটক নিহত’র বড় ভাই আজানুর রহমান হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি বলেছেন, মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে ছোট ভাইকে হত্যা করা হয়।