ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুর!

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল সমাবেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি হামলা ও ভাংচুর করে। জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং প্রতিকার চেয়ে অবিলম্বে হামলা বন্ধের দাবী জানিয়েছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা কালীগঞ্জের বরোবাজার এলাকার সুবর্ণাসরা গ্রামের জিয়াউর রহমান, রবিউল ইসলাম, আশিক, মঈন আলী, জহুরুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্না, লুচিয়া গ্রামের ওয়াজেদ গাজি, ইশারত আলী, বারফা গ্রামের হযরত আলী ও খামারমুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামকে মারধর ও হুমকী দেওয়া হয়। এসময় সরকারী দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় জেলার বিভিন্ন গ্রামে এ রকম হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এবিষয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এখনো কেউ অভিযোগ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুর!

আপলোড টাইম : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহে বিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল সমাবেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি হামলা ও ভাংচুর করে। জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং প্রতিকার চেয়ে অবিলম্বে হামলা বন্ধের দাবী জানিয়েছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা কালীগঞ্জের বরোবাজার এলাকার সুবর্ণাসরা গ্রামের জিয়াউর রহমান, রবিউল ইসলাম, আশিক, মঈন আলী, জহুরুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্না, লুচিয়া গ্রামের ওয়াজেদ গাজি, ইশারত আলী, বারফা গ্রামের হযরত আলী ও খামারমুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামকে মারধর ও হুমকী দেওয়া হয়। এসময় সরকারী দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় জেলার বিভিন্ন গ্রামে এ রকম হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এবিষয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এখনো কেউ অভিযোগ করেননি।