ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় নৌকা প্রতীকের প্রার্থীর বহরে সন্ত্রাসী হামলা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া এলাকায় নৌকার প্রার্থী সাবদার হোসেন মোল্লার মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলায় ৯টি  মোটরসাইকেল ভস্মিভূত হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন ৭ জন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রয়েড়া গ্রামের মাদ্রাসার কাছে এই হামলার ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী আব্দুল্লাহ শেখের স্বমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবদার হোসেন মোল্লা।

তিনি অভিযোগ করেন, রাতে তাঁর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বের হলে রয়েড়া মাদ্রাসা এলকায় আনারস মার্কার প্রার্থী শেখ আবদুল্লাহর সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর বহরের ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং তাঁকে হত্যার জন্য আক্রমণ করে। এসময় তাঁর দলের ৭ কর্মী আহত হন।

এ ব্যপারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, সাবদার হোসেন মোল্লার সমর্থকরা উল্টো তাঁর সমর্থকদের ওপর হামলা করে এই নাটক সাজিয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, রয়েড়া বাজারে নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

এদিকে, দিন যতই ঘনিয়ে আসছে ততই শৈলকুপার প্রায় সব ইউনয়নে নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অবস্থা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় নৌকা প্রতীকের প্রার্থীর বহরে সন্ত্রাসী হামলা

আপলোড টাইম : ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া এলাকায় নৌকার প্রার্থী সাবদার হোসেন মোল্লার মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলায় ৯টি  মোটরসাইকেল ভস্মিভূত হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন ৭ জন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রয়েড়া গ্রামের মাদ্রাসার কাছে এই হামলার ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী আব্দুল্লাহ শেখের স্বমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবদার হোসেন মোল্লা।

তিনি অভিযোগ করেন, রাতে তাঁর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বের হলে রয়েড়া মাদ্রাসা এলকায় আনারস মার্কার প্রার্থী শেখ আবদুল্লাহর সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর বহরের ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং তাঁকে হত্যার জন্য আক্রমণ করে। এসময় তাঁর দলের ৭ কর্মী আহত হন।

এ ব্যপারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, সাবদার হোসেন মোল্লার সমর্থকরা উল্টো তাঁর সমর্থকদের ওপর হামলা করে এই নাটক সাজিয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, রয়েড়া বাজারে নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

এদিকে, দিন যতই ঘনিয়ে আসছে ততই শৈলকুপার প্রায় সব ইউনয়নে নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অবস্থা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে।