ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে রিয়াদ খান (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশ থেকে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে রিয়াদের লাশ পড়ে ছিল। গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন রিয়াদ।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে কাজ করতেন। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। লাশের পাশে আঠা জাতীয় কিছু টিউব পড়ে ছিল। এই আঠা দিয়ে নেশা করা হতো। রিয়াদ নিজেও নেশা করতো বলে জানা গেছে। নেশা নিয়ে নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানা জায়নি। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তাঁর গলা ও মুখমণ্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ লাখ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপলোড টাইম : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে রিয়াদ খান (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে কোটচাঁপুরের কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশ থেকে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা সাইনবোর্ড বাজারের সলেমান খানের ছেলে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে রিয়াদের লাশ পড়ে ছিল। গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন রিয়াদ।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলে কাজ করতেন। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। লাশের পাশে আঠা জাতীয় কিছু টিউব পড়ে ছিল। এই আঠা দিয়ে নেশা করা হতো। রিয়াদ নিজেও নেশা করতো বলে জানা গেছে। নেশা নিয়ে নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানা জায়নি। রিয়াদের একটি হাতের কবজি কাটা ছিল। তাঁর গলা ও মুখমণ্ডলে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ লাখ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি।