ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল!

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থনে এবার ঢাল-সড়কি, রামদা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সশস্ত্র মিছিল করার অভিযোগ উঠেছে। মিছিল থেকে এক স্বতন্ত্র প্রার্থীর অফিস-প্রচার মাইক ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের সিদ্দি বাজারে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে পুলিশের সামনেই অস্ত্র-সস্ত্র নিয়ে সশস্ত্র মিছিল নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান তপনের সমর্থকরা এমন মিছিল ও হামলা চালায়।

নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মুক্তারুজ্জামান মুক্ত অভিযোগ করেন, তাঁর সমর্থকদের ওপর হামলাসহ অফিস ও প্রচার মাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্বতন্ত্র প্রার্থী জানান। ঘটনা সম্পর্কে জানতে গতকাল বুধবার বিকেলে  নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তপনের নিকট মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, তাঁরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন। এদিকে ফুলহরি ইউনিয়নে  নৌকার সমর্থকরা কাজীপাড়া জোড়া ব্রিজের কাছে রেজাউল ইসলাম বাবু নামে এক ব্যক্তির মোটরসাইকেল ভাঙচুর করেছে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা গত শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকার প্রার্থীর লোকজন তাঁর ওপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। নৌকার প্রার্থী বিপুল স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জয় নিশ্চিত ভেবে স্বতন্ত্র প্রার্থী এমন আজগুবি তথ্য সাংবাদিকদের কাছে দিচ্ছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল!

আপলোড টাইম : ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থনে এবার ঢাল-সড়কি, রামদা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সশস্ত্র মিছিল করার অভিযোগ উঠেছে। মিছিল থেকে এক স্বতন্ত্র প্রার্থীর অফিস-প্রচার মাইক ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের সিদ্দি বাজারে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে পুলিশের সামনেই অস্ত্র-সস্ত্র নিয়ে সশস্ত্র মিছিল নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান তপনের সমর্থকরা এমন মিছিল ও হামলা চালায়।

নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মুক্তারুজ্জামান মুক্ত অভিযোগ করেন, তাঁর সমর্থকদের ওপর হামলাসহ অফিস ও প্রচার মাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্বতন্ত্র প্রার্থী জানান। ঘটনা সম্পর্কে জানতে গতকাল বুধবার বিকেলে  নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তপনের নিকট মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, তাঁরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন। এদিকে ফুলহরি ইউনিয়নে  নৌকার সমর্থকরা কাজীপাড়া জোড়া ব্রিজের কাছে রেজাউল ইসলাম বাবু নামে এক ব্যক্তির মোটরসাইকেল ভাঙচুর করেছে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা গত শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকার প্রার্থীর লোকজন তাঁর ওপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। নৌকার প্রার্থী বিপুল স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জয় নিশ্চিত ভেবে স্বতন্ত্র প্রার্থী এমন আজগুবি তথ্য সাংবাদিকদের কাছে দিচ্ছেন।’