ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে শিশু ও মায়েদের মধ্যে বার্ষিক উপহার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে মুজিবনগরে ২১৪ জন শিশু ও ২ শ জন মায়ের মধ্যে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে। ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১’-এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ওই প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রতনপুর চার্চ অব বাংলাদেশ সাধু পিতরের গির্জা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাইট রেভা. হেমেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য মি. বাবুল মল্লিক, পুরোহিত রেভা. আশিষ মণ্ডল, রেভা. লরেন্স মৃত্যুজয় মণ্ডল, রেভা. উজ্জল মণ্ডল, রেভা. রিচার্ড মার্ডি, ডিনারী সম্পাদক মি. রিঠু মণ্ডল, প্রজেক্ট ম্যানেজার মি. জেমস্ প্রবির সরকার ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফি।

অনুষ্ঠানে ২১৪ জন শিশুর মধ্যে প্রতিটি শিশুর প্যাকেটে ১টি কম্বল, ১টি মাফলার, ১ সেট শার্ট ও প্যান্ড পিচ ও মেয়েদের জন্য থ্রি-পিস এবং ২০০ জন মায়েদের ১টি করে শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও সেখানে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে শিশু ও মায়েদের মধ্যে বার্ষিক উপহার বিতরণ

আপলোড টাইম : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে মুজিবনগরে ২১৪ জন শিশু ও ২ শ জন মায়ের মধ্যে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে। ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রতনপুর বিডি-০৩৩১’-এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ওই প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রতনপুর চার্চ অব বাংলাদেশ সাধু পিতরের গির্জা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাইট রেভা. হেমেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য মি. বাবুল মল্লিক, পুরোহিত রেভা. আশিষ মণ্ডল, রেভা. লরেন্স মৃত্যুজয় মণ্ডল, রেভা. উজ্জল মণ্ডল, রেভা. রিচার্ড মার্ডি, ডিনারী সম্পাদক মি. রিঠু মণ্ডল, প্রজেক্ট ম্যানেজার মি. জেমস্ প্রবির সরকার ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফি।

অনুষ্ঠানে ২১৪ জন শিশুর মধ্যে প্রতিটি শিশুর প্যাকেটে ১টি কম্বল, ১টি মাফলার, ১ সেট শার্ট ও প্যান্ড পিচ ও মেয়েদের জন্য থ্রি-পিস এবং ২০০ জন মায়েদের ১টি করে শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও সেখানে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয়।