ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় ৯ বিদ্রোহী প্রার্থীসহ ১২ জন আ.লীগ থেকে বহিষ্কার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম খাঁন, ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম টুলু, ৩ নম্বর দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মুক্তারুজ্জামান (মুক্ত), ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম (বাবলু জোয়ার্দ্দার), ৬ নম্বর সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী কায়সার টিপু, ১১ নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হেলাল বিশ্বাস ও আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ শেখ, ১৪ নম্বর দুধসরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও ১৫ নম্বর ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউলাদ হোসেন। বহিস্কৃত ১২ জনের মধ্যে ৩ জনকে প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস বলেন, এই ১২ জন দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাঁদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি পদের বিপরীতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় ৯ বিদ্রোহী প্রার্থীসহ ১২ জন আ.লীগ থেকে বহিষ্কার

আপলোড টাইম : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম খাঁন, ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম টুলু, ৩ নম্বর দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মুক্তারুজ্জামান (মুক্ত), ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম (বাবলু জোয়ার্দ্দার), ৬ নম্বর সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী কায়সার টিপু, ১১ নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হেলাল বিশ্বাস ও আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ শেখ, ১৪ নম্বর দুধসরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও ১৫ নম্বর ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউলাদ হোসেন। বহিস্কৃত ১২ জনের মধ্যে ৩ জনকে প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস বলেন, এই ১২ জন দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাঁদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি পদের বিপরীতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।