ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ১০

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে সদর উপজেলার হাটগোপালপুর ও শৈলকুপা উপজেলার মীনগ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই প্রার্থী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ভাংচুর করা হয় ৩টি মোটরসাইকেল।

অন্যদিকে, গত মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে শৈলকুপার হাটফাজিলপুর ও আবাইপুর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপকালে ৫ জন আহত হন। এসময় বেশ কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সমর্থিত মোদাচ্ছের ও মহাসিন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন অভিযোগ করে জানান, তিনি মীনগ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করলে নৌকার সমর্থিত মোক্তার মৃধার কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। নৌকার প্রার্থী মোক্তার আহমেদ মৃধা পাল্টা অভিযোগ খণ্ডন করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার অফিসে আগে হামলা চালায় এবং নৌকা সমর্থিত ৩ ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে, ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পদ্মাকর ইউনিয়নের লৌহজঙ্গা গ্রামে নৌকার প্রার্থী সৈয়দ নিজামুল গণি লিটু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকদের মাঝে নির্বাচনী প্রচারণার সময় হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত ১১টার দিকে উভয় পক্ষের লোকজন হাটগোপালপুর বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় ভাঙচুর করা হয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন কার্যালয়সহ ৩টি মোটরসাইকেল।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামুল গণি লিটু বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার সমর্থকরা লৌহজঙ্গা গ্রামে ভোটের প্রচারণা করছিল। এমন সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকরা তাঁদেরকে মারপিট করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমি নির্বাচনী কাজে অচিন্তনগর গ্রামে ছিলাম। এমন সময় খবর পেলাম নৌকা প্রতীকের সমর্থকরা আমার লোকজনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।’

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ১০

আপলোড টাইম : ০৮:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহে সদর উপজেলার হাটগোপালপুর ও শৈলকুপা উপজেলার মীনগ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই প্রার্থী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ভাংচুর করা হয় ৩টি মোটরসাইকেল।

অন্যদিকে, গত মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে শৈলকুপার হাটফাজিলপুর ও আবাইপুর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপকালে ৫ জন আহত হন। এসময় বেশ কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সমর্থিত মোদাচ্ছের ও মহাসিন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন অভিযোগ করে জানান, তিনি মীনগ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করলে নৌকার সমর্থিত মোক্তার মৃধার কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। নৌকার প্রার্থী মোক্তার আহমেদ মৃধা পাল্টা অভিযোগ খণ্ডন করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার অফিসে আগে হামলা চালায় এবং নৌকা সমর্থিত ৩ ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে, ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পদ্মাকর ইউনিয়নের লৌহজঙ্গা গ্রামে নৌকার প্রার্থী সৈয়দ নিজামুল গণি লিটু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকদের মাঝে নির্বাচনী প্রচারণার সময় হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত ১১টার দিকে উভয় পক্ষের লোকজন হাটগোপালপুর বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় ভাঙচুর করা হয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন কার্যালয়সহ ৩টি মোটরসাইকেল।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামুল গণি লিটু বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার সমর্থকরা লৌহজঙ্গা গ্রামে ভোটের প্রচারণা করছিল। এমন সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকরা তাঁদেরকে মারপিট করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমি নির্বাচনী কাজে অচিন্তনগর গ্রামে ছিলাম। এমন সময় খবর পেলাম নৌকা প্রতীকের সমর্থকরা আমার লোকজনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।’

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে।