ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারী চিকিৎসককে হত্যার হুমকি দিয়ে চিরকুট!

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০১:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ডা. আয়েশা আক্তার প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওই হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আয়েশা আক্তার জিডিতে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর তিনি ডাক্তার কোয়ার্টারে থাকেন। গত বৃহস্পতিবার অফিস শেষে যশোরে যান।  রোববার ফিরে এসে দেখেন তার বাসায় দরজার সামনে একটি চিঠি পড়ে আছে। চিঠিতে বলা হয়েছে- ‘কোটচাঁদপুর ছেড়ে চলে যাও। নইলে হত্যা করা হবে।’ চিঠি পাওয়ার পর তিনি আতঙ্কের মধ্যে আছেন বলে থানায় করা জিডিতে উল্লেখ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এই বিষয়টি গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেন বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়েন উদ্দিন জানান, ডা. আয়েশা আক্তার গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি হাসপাতালে সংস্কারমূলক কাজ শুরু করেছেন। তিনি প্রসূতিদের বিনা টাকায় সিজারও করেন। মেয়েদের ভালো চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে তাঁকে সরানোর জন্য হুমকি দিয়ে চিঠি দিয়েছে। তাঁর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ রাতে হাসপাতাল এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও ওসি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নারী চিকিৎসককে হত্যার হুমকি দিয়ে চিরকুট!

আপলোড টাইম : ০১:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ডা. আয়েশা আক্তার প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওই হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আয়েশা আক্তার জিডিতে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর তিনি ডাক্তার কোয়ার্টারে থাকেন। গত বৃহস্পতিবার অফিস শেষে যশোরে যান।  রোববার ফিরে এসে দেখেন তার বাসায় দরজার সামনে একটি চিঠি পড়ে আছে। চিঠিতে বলা হয়েছে- ‘কোটচাঁদপুর ছেড়ে চলে যাও। নইলে হত্যা করা হবে।’ চিঠি পাওয়ার পর তিনি আতঙ্কের মধ্যে আছেন বলে থানায় করা জিডিতে উল্লেখ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এই বিষয়টি গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেন বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়েন উদ্দিন জানান, ডা. আয়েশা আক্তার গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি হাসপাতালে সংস্কারমূলক কাজ শুরু করেছেন। তিনি প্রসূতিদের বিনা টাকায় সিজারও করেন। মেয়েদের ভালো চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে তাঁকে সরানোর জন্য হুমকি দিয়ে চিঠি দিয়েছে। তাঁর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ রাতে হাসপাতাল এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও ওসি জানান।