ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করাই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ১৫ জন আহত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার ভগবাননগর গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা, মিণ্টু, ফজলু এবং মিজানুর।

আহত ব্যক্তিরা জানানা, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানোর জন্য খুবই সমস্যা হচ্ছিল। দিনের বেলা ছাড়াও সারারাত উচ্চ শব্দে মাইক বাজাতে থাকে। এতে ছেলে-মেয়েরা রাতে ঘুমাতে ও পড়াশোনা করতে পারেনি। শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়ে। এ অবস্থায় ফিরোজ হোসেন শাকিলকে মাইক বাজাতে নিষেধ করলে শাকিলের লোকজন দলবল নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে শাকিলের মোবাইল বন্ধ পাওয়া যায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বাড়িতে উচ্চ শব্দে মাইক বাজানো হলে প্রতিবেশী ফিরোজ হোসেন প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করাই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ১৫ জন আহত

আপলোড টাইম : ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার ভগবাননগর গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা, মিণ্টু, ফজলু এবং মিজানুর।

আহত ব্যক্তিরা জানানা, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানোর জন্য খুবই সমস্যা হচ্ছিল। দিনের বেলা ছাড়াও সারারাত উচ্চ শব্দে মাইক বাজাতে থাকে। এতে ছেলে-মেয়েরা রাতে ঘুমাতে ও পড়াশোনা করতে পারেনি। শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়ে। এ অবস্থায় ফিরোজ হোসেন শাকিলকে মাইক বাজাতে নিষেধ করলে শাকিলের লোকজন দলবল নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে শাকিলের মোবাইল বন্ধ পাওয়া যায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বাড়িতে উচ্চ শব্দে মাইক বাজানো হলে প্রতিবেশী ফিরোজ হোসেন প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।