ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইজিবাইকসহ তিন চোর র‌্যাবের হাতে আটক

ঝিনাইদহ অফিস
  • আপলোড টাইম : ০৭:৩৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাউনিয়া গ্রাম থেকে ইজিবাইকসহ তিন চোরকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব। তাঁরা পেশাদার ইজিবাইক চোর বলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আটককৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাজী আফসার মোল্লাল ছেলে মো. রাসেল হোসেন (৩৫), যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের পরশ মোল্লার ছেলে মো. আব্বাস আলী (৩৮) ও কালীগঞ্জের কাবিলপুর গ্রামের গৌতম ভৌমিকের ছেলে দীপ ভৌমিক (২৫)। তাঁদের কাছ থেকে চোরাইকৃত দুটি ইজিবাইক ও ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব কালীগঞ্জের পাঁচকাউনিয়া গ্রামে অভিযান চালায়। এসময় তিন চোর মণ্ডল রাইস মিলস এলাকায় কালীগঞ্জ থেকে খাজুরা বাজারগামী পাকা সড়কে একটি সচল ইজিবাইকের সাথে অপর একটি ইজিবাইক বেধে চালিয়ে যাচ্ছিল। সন্দেহ হলে র‌্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে ইজিবাইকসহ তিন চোর র‌্যাবের হাতে আটক

আপলোড টাইম : ০৭:৩৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাউনিয়া গ্রাম থেকে ইজিবাইকসহ তিন চোরকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব। তাঁরা পেশাদার ইজিবাইক চোর বলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আটককৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাজী আফসার মোল্লাল ছেলে মো. রাসেল হোসেন (৩৫), যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের পরশ মোল্লার ছেলে মো. আব্বাস আলী (৩৮) ও কালীগঞ্জের কাবিলপুর গ্রামের গৌতম ভৌমিকের ছেলে দীপ ভৌমিক (২৫)। তাঁদের কাছ থেকে চোরাইকৃত দুটি ইজিবাইক ও ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব কালীগঞ্জের পাঁচকাউনিয়া গ্রামে অভিযান চালায়। এসময় তিন চোর মণ্ডল রাইস মিলস এলাকায় কালীগঞ্জ থেকে খাজুরা বাজারগামী পাকা সড়কে একটি সচল ইজিবাইকের সাথে অপর একটি ইজিবাইক বেধে চালিয়ে যাচ্ছিল। সন্দেহ হলে র‌্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।