ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর গাংনীতে দুটি ও মুজিবনগরে সাতটি ইউপি নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক, মেহেরপুর:
  • আপলোড টাইম : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুরের দুই উপজেলার মোট ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটায় তা শেষ হয়। নির্বাচন চলাকালে কেবলমাত্র মেহেরপুরের মুজিবনগর উপজেলা কোমরপুর কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দান পর্ব চলে।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর, কোমরপুর, মহাজনপুর, গোপালপুর, বাবুপুর, বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস, বাগোয়ান, বল্লভপুর, মানিকনগর, দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর, বিদ্যাধরপুর, পুরোন্দপুর, মোনাখালী ইউনিয়নের মোনাখালী, শিবপুরসহ গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া, কুতুবপুর স্কুল এন্ড কলেজ, নোয়াপাড়া, হিজলবাড়িয়াসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বিকেল চারটার সময় ভোটদান পর্ব শেষ হওয়ার পরপরই এখন চলছে গণনা পালা।

মেহেরপুর জেলার দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ৮৭টি কেন্দ্রে একযোগে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুরের দুটি উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান হওয়ার লক্ষে ৩১ জন, ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ৯৯ জন এবং ৮১ জন সাধারণ সদস্য হওয়ার জন্য ৩২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী মেহেরপুরের ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি তে বিদ্রোহী প্রার্থী এবং ২টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রানা (আনারস) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষক লীগ নেতা আবুল বাশার (মোটরসাইকেল)। মটমুড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহেল আহমেদ (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল হাশেম (নৌকা)। তেঁতুলবাড়ীয়াতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল্লাহ আল মামুন (নৌকা)। সাহারবাটিতে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল (আনারস)। বামন্দীতে ওবায়দুর রহমান কমল (নৌকা) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল আওয়াল (চশমা)।
মুজিবনগরের বাগোয়ানে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কুতুব উদ্দিন (নৌকা)। দারিয়াপুরে বিদ্রোহী মাহবুব আলম রবি (ঘোড়া) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাকিম উল খোকন (নৌকা)। মোনাখালীতে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিকুল ইসলাম (নৌকা)। মহাজনপুরে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু (আনারস) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজাউর রহমান নান্নু (নৌকা)।

মুজিবনগর:
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চারটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৪ ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থীদের পরাজয় হয়েছে। ৮২ দশমিক ৮৫ ভাগ ভোট পোল হয়েছে। মোট উপে ৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪০ হাজার ৪৫৫।
বেসরকারি ফলাফল অনুযায়ী মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের নির্বাচিত হয়েছেন আলহাজ আমাম হোসেন মিলু (আনারস)। তিনি পেয়েছেন ৬ হাজার ১৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউর রহমান নান্নু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৪১ ভোট। বাগোয়ান ইউনিয়নের নির্বাচিত হয়েছেন আয়ূব হোসেন (আনারস)। তিনি পেয়েছেন ১২ হাজার ৭৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দীন (প্রতিক) নৌকা পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট।

মোনাখালী ইউনিয়নের নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান মফিজ (ঘোড়া)। তিনি পেয়েছেন ৬ হাজার ২৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম গাইন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৭১২ ভোট। দারিয়াপুর ইউনিয়নের নির্বাচিত হয়েছেন এস.এম মাহবুব আলম রবি (ঘোড়া)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তামিক হক (নৌকা) পেয়েছেন ২ হাজার ১৫৩ ভোট।

গাংনী:
গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুইজন এবং তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে দুটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন- সাহারবাটি ইউপিতে মশিউর রহমান ও বামন্দী ইউপিতে ওবাইদুর রহমান কোমল। এ উপজেলার বাকি তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন- কাথুলী ইউপিতে মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপিতে সোহেল আহম্মেদ ও তেঁতুলবাড়ীয়া ইউপিতে নাজমুল হুদা বিশ^াস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুর গাংনীতে দুটি ও মুজিবনগরে সাতটি ইউপি নির্বাচন সম্পন্ন

আপলোড টাইম : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুরের দুই উপজেলার মোট ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটায় তা শেষ হয়। নির্বাচন চলাকালে কেবলমাত্র মেহেরপুরের মুজিবনগর উপজেলা কোমরপুর কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দান পর্ব চলে।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর, কোমরপুর, মহাজনপুর, গোপালপুর, বাবুপুর, বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস, বাগোয়ান, বল্লভপুর, মানিকনগর, দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর, বিদ্যাধরপুর, পুরোন্দপুর, মোনাখালী ইউনিয়নের মোনাখালী, শিবপুরসহ গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া, কুতুবপুর স্কুল এন্ড কলেজ, নোয়াপাড়া, হিজলবাড়িয়াসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বিকেল চারটার সময় ভোটদান পর্ব শেষ হওয়ার পরপরই এখন চলছে গণনা পালা।

মেহেরপুর জেলার দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ৮৭টি কেন্দ্রে একযোগে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুরের দুটি উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান হওয়ার লক্ষে ৩১ জন, ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ৯৯ জন এবং ৮১ জন সাধারণ সদস্য হওয়ার জন্য ৩২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী মেহেরপুরের ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি তে বিদ্রোহী প্রার্থী এবং ২টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রানা (আনারস) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষক লীগ নেতা আবুল বাশার (মোটরসাইকেল)। মটমুড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহেল আহমেদ (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল হাশেম (নৌকা)। তেঁতুলবাড়ীয়াতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল্লাহ আল মামুন (নৌকা)। সাহারবাটিতে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল (আনারস)। বামন্দীতে ওবায়দুর রহমান কমল (নৌকা) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল আওয়াল (চশমা)।
মুজিবনগরের বাগোয়ানে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন (আনারস) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কুতুব উদ্দিন (নৌকা)। দারিয়াপুরে বিদ্রোহী মাহবুব আলম রবি (ঘোড়া) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাকিম উল খোকন (নৌকা)। মোনাখালীতে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিকুল ইসলাম (নৌকা)। মহাজনপুরে বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু (আনারস) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজাউর রহমান নান্নু (নৌকা)।

মুজিবনগর:
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চারটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৪ ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থীদের পরাজয় হয়েছে। ৮২ দশমিক ৮৫ ভাগ ভোট পোল হয়েছে। মোট উপে ৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪০ হাজার ৪৫৫।
বেসরকারি ফলাফল অনুযায়ী মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের নির্বাচিত হয়েছেন আলহাজ আমাম হোসেন মিলু (আনারস)। তিনি পেয়েছেন ৬ হাজার ১৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউর রহমান নান্নু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৪১ ভোট। বাগোয়ান ইউনিয়নের নির্বাচিত হয়েছেন আয়ূব হোসেন (আনারস)। তিনি পেয়েছেন ১২ হাজার ৭৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দীন (প্রতিক) নৌকা পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট।

মোনাখালী ইউনিয়নের নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান মফিজ (ঘোড়া)। তিনি পেয়েছেন ৬ হাজার ২৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম গাইন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৭১২ ভোট। দারিয়াপুর ইউনিয়নের নির্বাচিত হয়েছেন এস.এম মাহবুব আলম রবি (ঘোড়া)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তামিক হক (নৌকা) পেয়েছেন ২ হাজার ১৫৩ ভোট।

গাংনী:
গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুইজন এবং তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে দুটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন- সাহারবাটি ইউপিতে মশিউর রহমান ও বামন্দী ইউপিতে ওবাইদুর রহমান কোমল। এ উপজেলার বাকি তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন- কাথুলী ইউপিতে মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপিতে সোহেল আহম্মেদ ও তেঁতুলবাড়ীয়া ইউপিতে নাজমুল হুদা বিশ^াস।