ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়েছে : ডিসি মুনসুর আলম

প্রতিবেদক, মেহেরপুর:
  • আপলোড টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / ২৭ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেটা দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি আমরা করতে পেরেছি। এখানেও মানুষজন অত্যন্ত চমৎকার পরিবেশে দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন। যেটি আমাদের কাম্য ছিল, সেটি হয়েছে।’

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় পুলিশ সুপার মো. রাফিউল আলম বলেন, ‘আপনারা আশপাশের চিত্র দেখলে বুঝতে পারবেন অত্যন্ত স্বচ্ছতা এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেমনটি চাচ্ছেন, এখনকার মতো স্বচ্ছতা এটি শেষ পর্যন্ত বজায় থাকবে। এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি।’

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়েছে : ডিসি মুনসুর আলম

আপলোড টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেটা দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি আমরা করতে পেরেছি। এখানেও মানুষজন অত্যন্ত চমৎকার পরিবেশে দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন। যেটি আমাদের কাম্য ছিল, সেটি হয়েছে।’

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় পুলিশ সুপার মো. রাফিউল আলম বলেন, ‘আপনারা আশপাশের চিত্র দেখলে বুঝতে পারবেন অত্যন্ত স্বচ্ছতা এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেমনটি চাচ্ছেন, এখনকার মতো স্বচ্ছতা এটি শেষ পর্যন্ত বজায় থাকবে। এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি।’

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন।