ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১৫টি গরুসহ ৭ চোর আটক

প্রতিবেদক, কালীগঞ্জ:
  • আপলোড টাইম : ১০:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ৩৫ বার পড়া হয়েছে

সাম্প্রতিককালে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গরু চোর সিন্ডিকেট মাথাচাড়া দিয়েছে। একের পর এক গরু চুরি যাওয়ায় অনেক কৃষক সর্বস্ব হারিয়ে পথে বসলেও চোরেরা ছিল ধরা ছোয়ার বাইরে। কিন্তু গত দুই দিনের পুলিশের অভিযানে সফলতা দৃশ্যমান হয়েছে। কেননা ঝিনাইদহ ও কালীগঞ্জ থানা পুলিশ গত দুই দিনে আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। আর তাদের স্বীকারোক্তিতে ১৫টি ছোট-বড় চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরি কাজে ব্যবহৃত ৮টি মোবাইল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর এলাকার আকুব্বর কাজীর ছেলে উজ্জ্বল কাজী (৩৫), চিতলমারী উপজেলার শ্যামপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে সুজন খান (৪২), ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আল আমিন কাজী (২৯), বড় খাজুরা এলাকার মৃত মজিদ শেখের ছেলে শেখ ওহাব (৫০), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে জিয়া শেখ (৪২), ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকার আজিজ ফকিরের ছেলে সেকেন্দার আলী ফকির (৪৫) ও একই উপজেলার খলসি এলাকার হালিম গাজীর ছেলে রুবেল গাজী (৩৫)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ অক্টোবর কালীগঞ্জ শহরের ফয়লার গঞ্জের আলীর ৭টি গরু ও এর ৫ দিন পরে ১৯ অক্টোবর ঝিনাইদহ সদরের হামদাহ ঘোষপাড়ার জালাল গাজীর ৬টি গরু চুরি হয়। এরপর তারা নিজ নিজ থানায় পৃথক দুটি গরু চুরির মামলা দায়ের করেন। এরপর ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত রোববার খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহাফুজুর রহমান জানান, উদ্ধারকৃত গরুর মধ্যে কালীগঞ্জের আলীর ৫টি ও ঝিনাইদহের সদরের জালাল গাজীর ২টি শনাক্ত হয়েছে। বাকিগুলো আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে ১৫টি গরুসহ ৭ চোর আটক

আপলোড টাইম : ১০:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

সাম্প্রতিককালে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গরু চোর সিন্ডিকেট মাথাচাড়া দিয়েছে। একের পর এক গরু চুরি যাওয়ায় অনেক কৃষক সর্বস্ব হারিয়ে পথে বসলেও চোরেরা ছিল ধরা ছোয়ার বাইরে। কিন্তু গত দুই দিনের পুলিশের অভিযানে সফলতা দৃশ্যমান হয়েছে। কেননা ঝিনাইদহ ও কালীগঞ্জ থানা পুলিশ গত দুই দিনে আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। আর তাদের স্বীকারোক্তিতে ১৫টি ছোট-বড় চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরি কাজে ব্যবহৃত ৮টি মোবাইল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর এলাকার আকুব্বর কাজীর ছেলে উজ্জ্বল কাজী (৩৫), চিতলমারী উপজেলার শ্যামপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে সুজন খান (৪২), ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আল আমিন কাজী (২৯), বড় খাজুরা এলাকার মৃত মজিদ শেখের ছেলে শেখ ওহাব (৫০), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে জিয়া শেখ (৪২), ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকার আজিজ ফকিরের ছেলে সেকেন্দার আলী ফকির (৪৫) ও একই উপজেলার খলসি এলাকার হালিম গাজীর ছেলে রুবেল গাজী (৩৫)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ অক্টোবর কালীগঞ্জ শহরের ফয়লার গঞ্জের আলীর ৭টি গরু ও এর ৫ দিন পরে ১৯ অক্টোবর ঝিনাইদহ সদরের হামদাহ ঘোষপাড়ার জালাল গাজীর ৬টি গরু চুরি হয়। এরপর তারা নিজ নিজ থানায় পৃথক দুটি গরু চুরির মামলা দায়ের করেন। এরপর ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত রোববার খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহাফুজুর রহমান জানান, উদ্ধারকৃত গরুর মধ্যে কালীগঞ্জের আলীর ৫টি ও ঝিনাইদহের সদরের জালাল গাজীর ২টি শনাক্ত হয়েছে। বাকিগুলো আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।