ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে বর্ণাঢ্য র‌্যালি বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে গতকাল বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে পুলিশি বাধার কারণে র‌্যালি করতে পারেনি দলটি। গতকাল সকাল ছয়টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও যুবদলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করেন যুবদলের নেতা-কর্মীরা। তবে পুলিশি বাধার সম্মুখীন হয়ে র‌্যালিটি সাহিত্য পরিষদ প্রাঙ্গনের ফিরে এক আলোচনা সভা করে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই ৪৩ বছর পূর্বে যুবদলের প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়েছেন। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করে। দুর্ভাগ্য, যে শক্তি আগে গণতন্ত্রকে হরণ করেছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারাই আজকে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী রাজনীতিকে ধ্বংস এবং ভিন্নমত যারা অবলম্বন করছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার হীনচক্রান্ত শুরু করেছে। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত কারাগার ও গৃহবন্দী করে রাখা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যদিয়ে জনগণকে সাথে নিয়ে সব দলমতকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, ‘আজকে যুবদলের কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির র‌্যালি করতে দেওয়া হয়নি। এতে প্রমাণ হয়, সরকার গণতন্ত্রের ন্যূনতম যে স্পেস, সেটিও দিতে চায় না। আমরা দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্রকে মুক্ত করার জন্য একটি নির্বাচন চাই। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এ দেশের মানুষকে তাদের সুষ্ঠু ভোটদানের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুদ্দিন হাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝণ্টু, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান ও সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম বিলু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের বণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহাবুল, সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ইকরুমুল হক ইকরাম, জেলা যুবদলের সদস্য মাহাবুল হক, জেলা যুবদলের সদস্য ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন হুসাইন, মানিক জোয়ার্দ্দার, সমসের আলী সমে, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন মোস্তফা, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফউদ্দীন কনক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক প্রমুখ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। তবে পুলিশের বাঁধায় র‌্যালি করতে পারেনি দলটি। গতকাল বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কলাবাগান মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে নেতা-কর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পুনরায় র‌্যালি করার চেষ্টা করলে তা পণ্ড হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম আনন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান গামা, আবুল কালাম আজাদ, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিস্ট জালেম ও স্বৈরাচার সরকারকে হঠাতে হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ও কেক কাটা হয়।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আজিজুল ইসলাম বাটুল, মোকছুদুল মোমিন, নাজমুল কবির রিপন, ফরিদ উদ্দিন, সোহেল রানা ও মৌসুম উদ্দিন শোভন বক্তব্য দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে বর্ণাঢ্য র‌্যালি বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে গতকাল বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে পুলিশি বাধার কারণে র‌্যালি করতে পারেনি দলটি। গতকাল সকাল ছয়টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও যুবদলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করেন যুবদলের নেতা-কর্মীরা। তবে পুলিশি বাধার সম্মুখীন হয়ে র‌্যালিটি সাহিত্য পরিষদ প্রাঙ্গনের ফিরে এক আলোচনা সভা করে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই ৪৩ বছর পূর্বে যুবদলের প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়েছেন। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করে। দুর্ভাগ্য, যে শক্তি আগে গণতন্ত্রকে হরণ করেছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারাই আজকে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী রাজনীতিকে ধ্বংস এবং ভিন্নমত যারা অবলম্বন করছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার হীনচক্রান্ত শুরু করেছে। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত কারাগার ও গৃহবন্দী করে রাখা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যদিয়ে জনগণকে সাথে নিয়ে সব দলমতকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, ‘আজকে যুবদলের কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির র‌্যালি করতে দেওয়া হয়নি। এতে প্রমাণ হয়, সরকার গণতন্ত্রের ন্যূনতম যে স্পেস, সেটিও দিতে চায় না। আমরা দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্রকে মুক্ত করার জন্য একটি নির্বাচন চাই। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এ দেশের মানুষকে তাদের সুষ্ঠু ভোটদানের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুদ্দিন হাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝণ্টু, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান ও সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম বিলু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের বণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহাবুল, সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ইকরুমুল হক ইকরাম, জেলা যুবদলের সদস্য মাহাবুল হক, জেলা যুবদলের সদস্য ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন হুসাইন, মানিক জোয়ার্দ্দার, সমসের আলী সমে, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন মোস্তফা, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফউদ্দীন কনক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক প্রমুখ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। তবে পুলিশের বাঁধায় র‌্যালি করতে পারেনি দলটি। গতকাল বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কলাবাগান মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে নেতা-কর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পুনরায় র‌্যালি করার চেষ্টা করলে তা পণ্ড হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম আনন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান গামা, আবুল কালাম আজাদ, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিস্ট জালেম ও স্বৈরাচার সরকারকে হঠাতে হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ও কেক কাটা হয়।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আজিজুল ইসলাম বাটুল, মোকছুদুল মোমিন, নাজমুল কবির রিপন, ফরিদ উদ্দিন, সোহেল রানা ও মৌসুম উদ্দিন শোভন বক্তব্য দেন।