ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • / ৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয় বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেন ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ২ ব্যক্তিকে আটক করে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন যাবত হাকিমপুর গ্রামে আধিপত্য নিয়ে আনোয়ার মোল্যা ও সালাম মোল্যার মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১২ অক্টোবর গ্রামটিতে দু-পক্ষের সংঘর্ষের ঘটনার সূত্রধরে গত শনিবার রাত ৮টার দিকে তারিক নামের এক ভ্যানচালকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে উভয় পক্ষের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় বারীক মোল্যা, উজির মোল্যা, রায়হান উদ্দিন, টোকন মোল্যা, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, টোকন লস্কর, ঝণ্টু লস্করসহ ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর গ্রামে গত শনিবার রাতে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আপলোড টাইম : ০৮:২৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয় বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেন ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ২ ব্যক্তিকে আটক করে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন যাবত হাকিমপুর গ্রামে আধিপত্য নিয়ে আনোয়ার মোল্যা ও সালাম মোল্যার মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১২ অক্টোবর গ্রামটিতে দু-পক্ষের সংঘর্ষের ঘটনার সূত্রধরে গত শনিবার রাত ৮টার দিকে তারিক নামের এক ভ্যানচালকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে উভয় পক্ষের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় বারীক মোল্যা, উজির মোল্যা, রায়হান উদ্দিন, টোকন মোল্যা, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, টোকন লস্কর, ঝণ্টু লস্করসহ ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর গ্রামে গত শনিবার রাতে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি জানান।