ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

২ লাখে রফা! তিতুদহে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আবিরা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আবিরা খাতুনের। নিহত আবিরা খাতুন দর্শনা থানাধীন তিতুদহে ইউনিয়নের চকপাড়ার সাবদার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু আবিরা খাতুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় বাড়ির অদূরের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় ইজিবাইকটি আবিরার শরীরের ওপর দিয়ে চলে যায়। মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা ঘাতক ইজিবাইক চালককে আটক করে গণপিটুনি দেয়। ইজিবাইক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের মইনুল ইসলাম। খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পে ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালককে উদ্ধার করে। এদিকে, মামলা থেকে রক্ষা পেতে ইজিবাইক চালককে দিতে হয়েছে ২ লাখ টাকা। গতকাল বাদ এশা গ্রাম্য কবরস্থানে জানাযা শেষে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই ইদ্রিস আলী বলেন, ‘ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ইজিবাইক চালককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি ২ লাখ টাকায় মীমাংসা হয়েছে। এ বিষয়ে একটি দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

২ লাখে রফা! তিতুদহে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড টাইম : ১০:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আবিরা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আবিরা খাতুনের। নিহত আবিরা খাতুন দর্শনা থানাধীন তিতুদহে ইউনিয়নের চকপাড়ার সাবদার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু আবিরা খাতুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় বাড়ির অদূরের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় ইজিবাইকটি আবিরার শরীরের ওপর দিয়ে চলে যায়। মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা ঘাতক ইজিবাইক চালককে আটক করে গণপিটুনি দেয়। ইজিবাইক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের মইনুল ইসলাম। খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পে ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালককে উদ্ধার করে। এদিকে, মামলা থেকে রক্ষা পেতে ইজিবাইক চালককে দিতে হয়েছে ২ লাখ টাকা। গতকাল বাদ এশা গ্রাম্য কবরস্থানে জানাযা শেষে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই ইদ্রিস আলী বলেন, ‘ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ইজিবাইক চালককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি ২ লাখ টাকায় মীমাংসা হয়েছে। এ বিষয়ে একটি দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’