ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস : চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজী করার ঘটনা প্রমাণিত হওয়ায় সাংবাদিক হারুন রাজুকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবে সাধারণ সভায় তাকে বহিস্কার করা হয়। প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় চাঁদাবাজির ঘটনা তদন্ত প্রতিবেদন পড়ে শোনান তদন্ত কমিটির প্রধান এফএ আলমগীর। তদন্তে চাঁদাবাজি প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সম্পাদক মনিরুজ্জামান সুমন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, এফএ আলমগীর, মহামুদ হাসান রণি, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, জামান তারিক, মনজুরুল, সদস্য সুকমল চন্দ্র দাস বাঁধন, রিফাত রহমান, সাব্বির আলীম, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, মাছুম বিল্লাহ, আব্দুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রাজু বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছেন বলে জনশ্রুতি রয়েছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক রাজু কিছুদিন আগে প্রেসক্লাবের পিকনিকের নাম ভাঙিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও সম্প্রতি কেরুজ চিনিকল পরিদর্শনে আসা শিল্প সচিবের নিউজ কাভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে দর্শনা প্রেসক্লাবে। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে গত ২১ সেপ্টম্বর বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক রাজুর চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক এফএ আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন প্রেসক্লাবে জমা দিলে তাতে অপরাধ প্রমাণিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার

আপলোড টাইম : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

দর্শনা অফিস : চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজী করার ঘটনা প্রমাণিত হওয়ায় সাংবাদিক হারুন রাজুকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবে সাধারণ সভায় তাকে বহিস্কার করা হয়। প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় চাঁদাবাজির ঘটনা তদন্ত প্রতিবেদন পড়ে শোনান তদন্ত কমিটির প্রধান এফএ আলমগীর। তদন্তে চাঁদাবাজি প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সম্পাদক মনিরুজ্জামান সুমন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, এফএ আলমগীর, মহামুদ হাসান রণি, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, জামান তারিক, মনজুরুল, সদস্য সুকমল চন্দ্র দাস বাঁধন, রিফাত রহমান, সাব্বির আলীম, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, মাছুম বিল্লাহ, আব্দুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রাজু বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছেন বলে জনশ্রুতি রয়েছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক রাজু কিছুদিন আগে প্রেসক্লাবের পিকনিকের নাম ভাঙিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও সম্প্রতি কেরুজ চিনিকল পরিদর্শনে আসা শিল্প সচিবের নিউজ কাভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে দর্শনা প্রেসক্লাবে। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে গত ২১ সেপ্টম্বর বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক রাজুর চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক এফএ আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন প্রেসক্লাবে জমা দিলে তাতে অপরাধ প্রমাণিত হয়।