ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

হাজারো ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত যজ্ঞস্থল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার গণমানুষের অনুরোধে এ জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি : বাবু দিলীপ কুমার আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজে চলছে ১১ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা, স্বর্গীয় পান্না দেবী ও স্বর্গীয় তারা দেবীর স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না (পূর্বের নাম রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে শুরু হওয়া মহানামযজ্ঞের গতকাল সোমবার ছিল দ্বিতীয় দিন। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পূজারী ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল যজ্ঞস্থল। প্রতিবারের ন্যায় এবারো ‘দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সকল রকম সাম্প্রদায়িকতার ঊর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বিশেষ প্রার্থনাও চলমান রয়েছে, যা শেষদিন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যজ্ঞস্থলকে সর্বদা কানায় কানায় পূর্ণ রাখছে। এছাড়া রাত-দিন ২৪ ঘণ্টাই যজ্ঞস্থলে চলছে একটানা প্রসাদ বিতরণ।
প্রসাদ বিতরণকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবার’ তাই দলমত-ধর্ম-নির্বিশেষে সকল স্তরের মানুষ এই যজ্ঞে আসছেন। আমি যেমন চুয়াডাঙ্গাকে ভালোবাসি, ঠিক তেমনি চুয়াডাঙ্গা জেলাবাসী আমার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে চলেছে।
বাবু দিলীপ কুমার আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের ধারা অব্যাহত রাখার রাজনীতিতে বিশ্বাস করে। আমি এই আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুয়াডাঙ্গার গণমানুষের অনুরোধে এ জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। আর যতদিন বেঁচে থাকব, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এ জেলার সাধারণ মানুষের কথা ভেবে তাদের কল্যাণেই কাজ করে যাবো।
জানা যায়, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর পরিবারবর্গ প্রতিবছর এই মহানামযজ্ঞের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় গত রোববার রাত সাড়ে ১১টায় মঙ্গলঘট স্থাপন ও সংকল্পযাত্রা করে মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্যদিয়ে এই যজ্ঞ শুরু হয়। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় পান্না দেবী এবং স্বর্গীয় তারা দেবীর স্মরণে শুরু হওয়া এই মহানামযজ্ঞ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। শেষ দিনে ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই যজ্ঞানুষ্ঠান।
চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা করছেন পিণ্টু কুমার আগরওয়ালা, পবিত্র কুমার আগরওয়ালা ও নিরঞ্জন কুমার আগরওয়ালা। এই মহানামযজ্ঞে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার বাবা অমিয় প্রসাদ আগরওয়ালাসহ আগরওয়ালা পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা মত্ত আছেন।
উল্লেখ্য, ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানটি সফল করতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও দিলীপ কুমার আগরওয়ালার স্পেশাল ফোর্স যজ্ঞস্থলে সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করে যাচ্ছে। এছাড়া সকল ভক্তবৃন্দ যেন সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, সেই জন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে সচেতন করে দেয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হাজারো ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত যজ্ঞস্থল

আপলোড টাইম : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার গণমানুষের অনুরোধে এ জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি : বাবু দিলীপ কুমার আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজে চলছে ১১ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা, স্বর্গীয় পান্না দেবী ও স্বর্গীয় তারা দেবীর স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না (পূর্বের নাম রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে শুরু হওয়া মহানামযজ্ঞের গতকাল সোমবার ছিল দ্বিতীয় দিন। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পূজারী ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল যজ্ঞস্থল। প্রতিবারের ন্যায় এবারো ‘দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সকল রকম সাম্প্রদায়িকতার ঊর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বিশেষ প্রার্থনাও চলমান রয়েছে, যা শেষদিন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যজ্ঞস্থলকে সর্বদা কানায় কানায় পূর্ণ রাখছে। এছাড়া রাত-দিন ২৪ ঘণ্টাই যজ্ঞস্থলে চলছে একটানা প্রসাদ বিতরণ।
প্রসাদ বিতরণকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবার’ তাই দলমত-ধর্ম-নির্বিশেষে সকল স্তরের মানুষ এই যজ্ঞে আসছেন। আমি যেমন চুয়াডাঙ্গাকে ভালোবাসি, ঠিক তেমনি চুয়াডাঙ্গা জেলাবাসী আমার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে চলেছে।
বাবু দিলীপ কুমার আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের ধারা অব্যাহত রাখার রাজনীতিতে বিশ্বাস করে। আমি এই আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুয়াডাঙ্গার গণমানুষের অনুরোধে এ জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। আর যতদিন বেঁচে থাকব, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এ জেলার সাধারণ মানুষের কথা ভেবে তাদের কল্যাণেই কাজ করে যাবো।
জানা যায়, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর পরিবারবর্গ প্রতিবছর এই মহানামযজ্ঞের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় গত রোববার রাত সাড়ে ১১টায় মঙ্গলঘট স্থাপন ও সংকল্পযাত্রা করে মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্যদিয়ে এই যজ্ঞ শুরু হয়। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় পান্না দেবী এবং স্বর্গীয় তারা দেবীর স্মরণে শুরু হওয়া এই মহানামযজ্ঞ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। শেষ দিনে ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই যজ্ঞানুষ্ঠান।
চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা করছেন পিণ্টু কুমার আগরওয়ালা, পবিত্র কুমার আগরওয়ালা ও নিরঞ্জন কুমার আগরওয়ালা। এই মহানামযজ্ঞে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার বাবা অমিয় প্রসাদ আগরওয়ালাসহ আগরওয়ালা পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা মত্ত আছেন।
উল্লেখ্য, ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানটি সফল করতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও দিলীপ কুমার আগরওয়ালার স্পেশাল ফোর্স যজ্ঞস্থলে সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করে যাচ্ছে। এছাড়া সকল ভক্তবৃন্দ যেন সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, সেই জন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে সচেতন করে দেয়া হয়েছে।