ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

কুষ্টিয়া জেলার চৌড়হাস থেকে শেফালি দাশ (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে গতকাল শেফালির লাশ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় তার নিজ গ্রামে পৌঁছায়। শেফলি ফকিরপাড়া গ্রামের সুনিল দাশের মেয়ে ও একই উপজেলার আটকবর রশিপুর গ্রামের সঞ্জয়ের দাশের স্ত্রী।

এদিকে, জামায় সঞ্জয়ের দাশের বিরুদ্ধে মেয়ে শেফালিকে শ্বাসরোধে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন নিহত শেফালির বাবা সুনিল দাশ। তিনি বলেন, ‘সঞ্জয় আমার মেয়েকে গলাটিপে মেরে ফেলেছে, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি সঞ্জয়ের বিচার চাই।’ শেফালির পারিবারের সদস্যরা জানান, ১৫ বছর পূর্বে সঞ্জয় ও শেফালির বিবাহ হয়। কাজের তাগিদে গত ১০ বছর ধরে তারা কুষ্টিয়া চৌড়হাসে একটি বাড়িতে ভাড়া থাকে। তাদের দুই মেয়ে, এক ছেলে সন্তান আছে। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে শেফালিকে মারধর করে সঞ্চয়। দুপুর ১২টার দিকে একটি নম্বর থেকে সঞ্জয় মোবাইলে জানায় তোমাদের মেয়েকে নিয়ে যাও, তা হলে মেরে ঝুলিয়ে রাখব। এর কিছুক্ষণ পর একই নম্বর থেকে অন্য একজন জানায় শেফালি মারা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়ায় যায়।

কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘শেফালি নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ  পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপলোড টাইম : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:

কুষ্টিয়া জেলার চৌড়হাস থেকে শেফালি দাশ (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে গতকাল শেফালির লাশ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় তার নিজ গ্রামে পৌঁছায়। শেফলি ফকিরপাড়া গ্রামের সুনিল দাশের মেয়ে ও একই উপজেলার আটকবর রশিপুর গ্রামের সঞ্জয়ের দাশের স্ত্রী।

এদিকে, জামায় সঞ্জয়ের দাশের বিরুদ্ধে মেয়ে শেফালিকে শ্বাসরোধে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন নিহত শেফালির বাবা সুনিল দাশ। তিনি বলেন, ‘সঞ্জয় আমার মেয়েকে গলাটিপে মেরে ফেলেছে, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি সঞ্জয়ের বিচার চাই।’ শেফালির পারিবারের সদস্যরা জানান, ১৫ বছর পূর্বে সঞ্জয় ও শেফালির বিবাহ হয়। কাজের তাগিদে গত ১০ বছর ধরে তারা কুষ্টিয়া চৌড়হাসে একটি বাড়িতে ভাড়া থাকে। তাদের দুই মেয়ে, এক ছেলে সন্তান আছে। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে শেফালিকে মারধর করে সঞ্চয়। দুপুর ১২টার দিকে একটি নম্বর থেকে সঞ্জয় মোবাইলে জানায় তোমাদের মেয়েকে নিয়ে যাও, তা হলে মেরে ঝুলিয়ে রাখব। এর কিছুক্ষণ পর একই নম্বর থেকে অন্য একজন জানায় শেফালি মারা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়ায় যায়।

কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘শেফালি নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ  পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’