ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, তিন বখাটে আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গার কুমারী বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত তিন বখাটে যুবক হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের রায়হান মণ্ডলের ছেলে মামুন হোসেন (১৯), একই এলাকার বদর শাহর ছেলে মোমিন শাহ (১৮) ও আজিজুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (২০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে কুমারী গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পড়তে যাওয়ার সময় উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক মামুন হোসেন, মোমিন শাহ ও সাকিবুল ইসলাম। গতকাল বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রী তার বাড়িতে ফেরার সময় ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা বখাটে ওই তিন যুবককে ধরে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর নিকটে নিয়ে যায়। এসময় ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু ঘটনাটি আলমডাঙ্গা থানায় জানালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোর্স নিয়ে বখাটে যুবক মামুন হোসেন, মোমিন শাহ ও সাকিবুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গতকালই ভুক্তোভোগী স্কুলছাত্রীর মা আলমডাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার একটি ঘটনা সম্পর্কে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর মাধ্যমে জানতে পারি। এসময় দ্রুত অভিযুক্ত তিন যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার পরেই ভুক্তোভোগী স্কুলছাত্রীর মা আলমডাঙ্গা থাকার একটি লিখিত অভিযোগও করেছেন। আগামীকাল (আজ) আটক তিন যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, তিন বখাটে আটক

আপলোড টাইম : ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গার কুমারী বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত তিন বখাটে যুবক হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের রায়হান মণ্ডলের ছেলে মামুন হোসেন (১৯), একই এলাকার বদর শাহর ছেলে মোমিন শাহ (১৮) ও আজিজুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (২০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে কুমারী গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পড়তে যাওয়ার সময় উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক মামুন হোসেন, মোমিন শাহ ও সাকিবুল ইসলাম। গতকাল বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রী তার বাড়িতে ফেরার সময় ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা বখাটে ওই তিন যুবককে ধরে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর নিকটে নিয়ে যায়। এসময় ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু ঘটনাটি আলমডাঙ্গা থানায় জানালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোর্স নিয়ে বখাটে যুবক মামুন হোসেন, মোমিন শাহ ও সাকিবুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গতকালই ভুক্তোভোগী স্কুলছাত্রীর মা আলমডাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার একটি ঘটনা সম্পর্কে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর মাধ্যমে জানতে পারি। এসময় দ্রুত অভিযুক্ত তিন যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার পরেই ভুক্তোভোগী স্কুলছাত্রীর মা আলমডাঙ্গা থাকার একটি লিখিত অভিযোগও করেছেন। আগামীকাল (আজ) আটক তিন যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।