ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সার্বিক পরিস্থিতি উন্নতি করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আসন্ন আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে সংশ্লিষ্ট এলাকার সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, ‘চমৎকার চুয়াডাঙ্গা বিনির্মাণে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সর্বস্তরের সকলকেই স্মার্ট হতে হবে। স্মার্ট হয়ে স্মার্ট চুয়াডাঙ্গা গঠনের মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে পূর্ণতা আনতে হবে।’

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোত্ত আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ব্যাংকের মাধ্যমে ঋণপ্রদানে সহজতর করাসহ এলাকায় সচেতনতার আলো ছড়িয়ে মহাজনি চড়াসূদে ঋণের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে সর্বশান্ত করার হিনমানসিকতা দূর করতে শক্ত হাতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থাপিত মহাজনি চড়াসূদে ঋণের ফাঁদে কীভাবে এলাকার সরল-সোজা মানুষের সর্বশান্ত করছে, তার বর্ণনা উপস্থাপনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এ অভিমত তাৎক্ষণিক ব্যক্ত করেন।

সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার আব্দুল¬াহ আল মামুন তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বলেন, চড়া সুদে মাহাজনি ঋণ প্রদান সম্পূর্ণ অবৈধ। মাহাজনি ঋণদান প্রদানের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার প্রমাণ পেলে সুদদাতার বিরুদ্ধে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুদখোর এসব ব্যবসায়ীদের চুয়াডাঙ্গায় ঠাই দেওয়া হবে না।

সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কবীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ জেলার চার উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রতিনিধি, মহেশপুর-৫৮ বিজিবি প্রতিনিধি, ঝিনাইদহ র‌্যাব-৬ প্রতিনিধি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবু তালেব, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গাস্থ সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম, চেম্বার প্রতিনিধি নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার উপ-সম্পাদক মো. শওকত আলী, জেলা কাজী সমিতির সভাপতি মো. শামসুল হক প্রমুখ বক্তব্য দেন।

সভায় জেলা শহরে ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে নির্ধারিত তথা কমলা রঙ করার ওপর গুরুত্ব তুলে ধরা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তোষ প্রকাশ করে বলা হয়, কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দায়িত্বে নিয়োজিত সকলকে সাধুবাদ জানানো হয়। ইটভাটার মাটি বহন করা ট্রাক্টর থেকে মাটি পড়ে স্যাত স্যাতে বৃষ্টিতে সড়ক হয়ে উঠছে মারণ ফাঁদ। এ কারণে দুর্ঘটনায় প্রাণও ঝরছে। প্রতিকার প্রয়োজন। নজর রাখতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় দ্রব্য সরবহারের দিকে বিশেষ নজর দেয়ার পাশাপাশি কোনোভাবেই যাতে জমি পতিত না থাকে, সে দিকে লক্ষ্য রেখে আবাদে আন্তরিক হওয়ার প্রসঙ্গ উঠে আসে। সভার সভাপতি দুর্ঘটনা রোধসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবি রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা কমিটির সভা পূর্বে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবপোর্টাল উদ্বোধন করা হয়। সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়ার সঞ্চালনায় ওয়েবপোর্টালটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সার্বিক পরিস্থিতি উন্নতি করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

আপলোড টাইম : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আসন্ন আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে সংশ্লিষ্ট এলাকার সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, ‘চমৎকার চুয়াডাঙ্গা বিনির্মাণে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সর্বস্তরের সকলকেই স্মার্ট হতে হবে। স্মার্ট হয়ে স্মার্ট চুয়াডাঙ্গা গঠনের মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে পূর্ণতা আনতে হবে।’

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোত্ত আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ব্যাংকের মাধ্যমে ঋণপ্রদানে সহজতর করাসহ এলাকায় সচেতনতার আলো ছড়িয়ে মহাজনি চড়াসূদে ঋণের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে সর্বশান্ত করার হিনমানসিকতা দূর করতে শক্ত হাতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থাপিত মহাজনি চড়াসূদে ঋণের ফাঁদে কীভাবে এলাকার সরল-সোজা মানুষের সর্বশান্ত করছে, তার বর্ণনা উপস্থাপনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এ অভিমত তাৎক্ষণিক ব্যক্ত করেন।

সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার আব্দুল¬াহ আল মামুন তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বলেন, চড়া সুদে মাহাজনি ঋণ প্রদান সম্পূর্ণ অবৈধ। মাহাজনি ঋণদান প্রদানের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার প্রমাণ পেলে সুদদাতার বিরুদ্ধে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুদখোর এসব ব্যবসায়ীদের চুয়াডাঙ্গায় ঠাই দেওয়া হবে না।

সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কবীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ জেলার চার উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রতিনিধি, মহেশপুর-৫৮ বিজিবি প্রতিনিধি, ঝিনাইদহ র‌্যাব-৬ প্রতিনিধি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবু তালেব, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গাস্থ সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম, চেম্বার প্রতিনিধি নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার উপ-সম্পাদক মো. শওকত আলী, জেলা কাজী সমিতির সভাপতি মো. শামসুল হক প্রমুখ বক্তব্য দেন।

সভায় জেলা শহরে ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে নির্ধারিত তথা কমলা রঙ করার ওপর গুরুত্ব তুলে ধরা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তোষ প্রকাশ করে বলা হয়, কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দায়িত্বে নিয়োজিত সকলকে সাধুবাদ জানানো হয়। ইটভাটার মাটি বহন করা ট্রাক্টর থেকে মাটি পড়ে স্যাত স্যাতে বৃষ্টিতে সড়ক হয়ে উঠছে মারণ ফাঁদ। এ কারণে দুর্ঘটনায় প্রাণও ঝরছে। প্রতিকার প্রয়োজন। নজর রাখতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় দ্রব্য সরবহারের দিকে বিশেষ নজর দেয়ার পাশাপাশি কোনোভাবেই যাতে জমি পতিত না থাকে, সে দিকে লক্ষ্য রেখে আবাদে আন্তরিক হওয়ার প্রসঙ্গ উঠে আসে। সভার সভাপতি দুর্ঘটনা রোধসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবি রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা কমিটির সভা পূর্বে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবপোর্টাল উদ্বোধন করা হয়। সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়ার সঞ্চালনায় ওয়েবপোর্টালটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।