ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সাংবাদিক হামিদুল আজমের ৬৮তম জন্মদিন পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কবি, সাংবাদিক, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির বাসায় জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।

প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য দেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি আব্দুল খালেক, কবি অহর আলী, কবি মহসিন আলী, কবি জোয়াদ আলী মন্ডল প্রমুখ।

এসময় কবি হামিদুল ইসলাম আজম বলেন, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোঁক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততদিনে অনেক দূর গড়িয়ে গেছে। মাত্র ১৪ বছর ৭ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখালেন, সে জন্য আমি সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ।’

এর আগে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার নাথ, পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সকল দপ্তরের প্রধানেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাংবাদিক হামিদুল আজমের ৬৮তম জন্মদিন পালন

আপলোড টাইম : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কবি, সাংবাদিক, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির বাসায় জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।

প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য দেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি আব্দুল খালেক, কবি অহর আলী, কবি মহসিন আলী, কবি জোয়াদ আলী মন্ডল প্রমুখ।

এসময় কবি হামিদুল ইসলাম আজম বলেন, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোঁক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততদিনে অনেক দূর গড়িয়ে গেছে। মাত্র ১৪ বছর ৭ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখালেন, সে জন্য আমি সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ।’

এর আগে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার নাথ, পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সকল দপ্তরের প্রধানেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।