ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নারী এবং শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইমাম, মুয়াজ্জিম, খতিব ও উলামায়ে কেলামগণ মুসলিম ধর্মানুসারীদের নেতা। তারা চাইলে অনেক কিছুই করতে পারেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাশক্ত, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধে ইমামদের সজাগ হতে হবে। এ কাজে জনগণকে অবহিত করতে হবে, সকলকে সতর্ক করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি। আর এ মানসিকতা পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ কারতে হবে। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে নারীর প্রতি সম্মান দেখাতে শেখায় এবং পুরুষগণ যদি নারীর প্রতি সহিংসতা থেকে বিরত থাকেন, তাহলে সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব। এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। যাতে করে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি

আপলোড টাইম : ০৮:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নারী এবং শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইমাম, মুয়াজ্জিম, খতিব ও উলামায়ে কেলামগণ মুসলিম ধর্মানুসারীদের নেতা। তারা চাইলে অনেক কিছুই করতে পারেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাশক্ত, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধে ইমামদের সজাগ হতে হবে। এ কাজে জনগণকে অবহিত করতে হবে, সকলকে সতর্ক করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি। আর এ মানসিকতা পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ কারতে হবে। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে নারীর প্রতি সম্মান দেখাতে শেখায় এবং পুরুষগণ যদি নারীর প্রতি সহিংসতা থেকে বিরত থাকেন, তাহলে সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব। এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। যাতে করে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হয়।